Read Time:2 Minute, 27 Second

করোনা পরিস্থিতির ভেতরেই খুলে দেওয়া হচ্ছে অফিস ও যান চলাচল। সরকারের এমন সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানিয়েছেন মঞ্চকুসুম খ্যাত নাট্যব্যক্তিত্ব শিমুল ইউসুফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিমুল ইউসুফ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন আরও কিছুদিন সাধারণ ছুটি রাখার। শিমুল ইউসুফের বক্তব্য পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘‘এই রকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কারণটা জানতে পারলে ভালো হতো। তিন মাস ঘরে বসে ‘সাধারণ ছুটি’ দেখলাম। কত মানুষ এলো গেল দেখলাম। ত্রাণের মাল চুরি, টাকা লোপাট দেখলাম। কিছুই করার নেই কারণ বাইরে যাওয়া বারণ। রাস্তায় গিয়ে আন্দোলন করব তারও উপায় নেই। চাওয়ার মধ্যে একটাই চাওয়া ছিল সুস্থতা। এইভাবে স্বজন পরিজনহীন অবস্থায় মৃত্যু! চাইনি। এটাই কী আমাদের কাম্য হতে যাচ্ছে। যখন আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হচ্ছে প্রতিদিন। যারা দেশ পরিচালনা করছে, তারা সবকিছু বিবেচনা করেই করছে। এখন মনে হচ্ছে ‘না’ তারা ভুল করছে। শুধু আর পনেরো দিন কী আমরা সবাই মিলে ঘরবন্দী থাকতে পারতাম না? জুন মাসে অফিস এবং বাসার খরচ কোথা থেকে আসবে জানি না। কিন্তু গত তিন মাস আমাদের দিয়ে যেতে হচ্ছে ধারদেনা করে।

এখনো সময় আছে এই সিদ্ধান্ত পরিবর্তন করার। দয়া করে এই ট্রেন, বাস, লঞ্চ চলাচল বন্ধ করুন। আগামী পনেরো দিন কারফিউ দিয়ে আমাদের বাঁচান। বঙ্গবন্ধু বলেছিলেন ‘রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব। এ দেশের মাটিকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। আজ বঙ্গবন্ধু থাকলে হয়তো এভাবেই বলতেন। কষ্ট যখন করেছি আরও কষ্ট করবো। এ দেশ থেকে করোনা নির্মূল করে ছাড়বো ইনশা আল্লাহ।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post স্পাইডারম্যান হতে মাকড়শার কামড় খেলেন ৩ ভাই, অতপর…
Next post পিসিআর ল্যাবেও জাফরুল্লাহর করোনা পজিটিভ
Close