নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে ভাইরাসটির বিষয়ে কিছুই জানতো না উহানের ভাইরোলজি ইন্সটিটিউট।
উহান শহরটিতে প্রথম করোনা রোগী শনাক্তের কয়েকদিন পর একটি ক্লিনিকাল নমুনা পেয়ে ভাইরাসটি নিয়ে গবেষণা শুরু করে সেই প্রতিষ্ঠান।
শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনে উহানের ভাইরোলজি ইন্সটিটিউট বা ল্যাবের পরিচালক ওয়াং ইয়ানয়ি এ দাবি করেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
ওয়াং ইয়ানয়ি বলেন, কভিড-১৯ এর প্রাদুর্ভাব উহানে ছড়িয়ে পড়ার আগে এই ভাইরাসের বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। আমরা কখনও এমন করোনাভাইরাসের মুখোমুখি হইনি। কেবল ৩০ ডিসেম্বরের পরই মৃতের শরীর থেকে নমুনা নিয়ে গবেষণাগারে প্রথমবারের মতো সংরক্ষণ করা হয়।
এরপর তিনি প্রশ্ন করেন, যে ভাইরাসের অস্তিত্বের কথাই জানতো না উহান ল্যাব, সেটা কী করে সেখান থেকে ছড়াতে পারে?
তিনি দাবি করেন, এ ভাইরাসের উৎপত্তি উহান ল্যাবে নয়, এটা একেবারে পরিস্কার করে বলতে চাই। ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়েছে এ অভিযোগ ভিত্তিহীন।
এরপর বাদুড় থেকে পাওয়া দুটি ভাইরাস নিয়ে উহানের ল্যাবে গবেষণার বিষয়টি পরিস্কার করেন ওয়াং ইয়ানয়ি।
তিনি বলেন, উহানের ল্যাবে উৎপন্ন বাদুড় থেকে আসা দুটি করোনাভাইরাসের সংমিশ্রণে কভিড -১৯ এর উদ্ভব হয়েছে এমন অনুমান ভিত্তিহীন। তবে ভাইরাস দুটির মধ্যে একটির সঙ্গে সার্স-সিওভি-২ (কভিড -১৯) এর ৯৬.২ শতাংশ মিল রয়েছে। কিন্তু তা কভিড-১৯ নয়।
ইয়ানয়ি বলেন, অপেশাদারি দৃষ্টিকোণ থেকে দেখলে এ মিলকে অনেক বেশি বলে মনে করা হলেও বিজ্ঞান তা উড়িয়ে দেয়। কারণ প্রকৃতিতে কোনো একটি ভাইরাসের স্বাভাবিকভাবে বিকশিত ও পরিবর্তিত হয়ে কভিড-১৯ এ রূপান্তরিত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন।
উল্লেখ্য, উহানের সেই ল্যাব থেকেই প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়েছে বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ট্রাম্পের এমন অভিযোগের পক্ষে যায়নি বিশ্বের অধিকাংশ বিজ্ঞানী। অনেক বিজ্ঞানীর অভিমত, নভেল করোনাভাইরাসের উৎপত্তি বন্য প্রাণী থেকে হয়েছে। এটি মানব সৃষ্ট নয়।
More Stories
বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই...
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।...
যুক্তরাষ্ট্র থেকে ১৪২ বিলিয়ন ডলারের ‘যুদ্ধ সরঞ্জাম’ কিনবে সৌদি আরব
ক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। হোয়াইট হাউস এই চুক্তিটিকে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি’...
‘মোদির দিন ফুরিয়ে আসছে’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের...
‘পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে’, পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে...
কাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল
পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া...