করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৯৯ হাজার মানুষ। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১২৪ জন। সেখানে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গোটা দেশ যখন তটস্থ, তখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোশ মেজাজে গলফ খেলায় ব্যস্ত।
নিউইয়র্ক পোস্টর প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প অনেক দিন পর উত্তর ভার্জিনিয়ায় নিজের নামে করা গলফ ক্লাবে পা রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গলফ খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ১৮টি কোর্সের সবগুলো ঘুরতে দেখা গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, ট্রাম্প বা তার সঙ্গে থাকা তিন ব্যক্তির মুখে মাস্ক ছিল না।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসকে গুরুত্ব না দেওয়া এবং বিতর্কিত মন্তব্যের কারণে প্রথম থেকেই সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে রয়েছে অভিযোগ।
সামনের নির্বাচনের আগে করোনা নিয়ে ট্রাম্প বেশ চাপে আছেন। তিনি চেষ্টা করছেন নিজ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন উঠিয়ে অর্থনীতি সচল করতে। কিন্তু দেশটিতে এখন পর্যন্ত ৯৯ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় সেটি শতভাগ সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে ট্রাম্প গত ৭৬ দিন গলফ খেলতে পারেননি।
গফল খেলার জন্য ট্রাম্প কতটা মুখিয়ে ছিলেন, সেটি বোঝা যায় তার ১৭ মার্চের বক্তব্য থেকে। ওই দিন গলফ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এটি খুব মিস করি। সমস্যা শুরু হওয়ার পর সত্যি আমি খেলিনি।’
More Stories
৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ আগামী পাঁচদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর ৬০ থেকে...
নিউইয়র্ক কি ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র পেতে যাচ্ছে
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে একজন তরুণ অভিবাসী এবং রাজনৈতিক পরিবার থেকে আসা নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক এক...
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর, যুক্তরাষ্ট্রে অভিবাসন উত্তেজনা চরমে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সোমবার (৯ জুন) থেকে কার্যকর হতে যাচ্ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১২টি দেশের নাগরিকদের...
বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, মোতায়েন হলো ন্যাশনাল গার্ড
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন নথিবিহীন শত শত অভিবাসী। বিক্ষোভ দমনে মার্কিন সেনাবাহীনির...
ভারত বা অন্য কোথাও নয়, আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ওপর ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৩ মে) ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন,...
শত বিলিয়ন খরচে ট্রাম্পের স্বপ্নের ঢাল ‘গোল্ডেন ডোম’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্বপ্নের প্রকল্প হচ্ছে ‘গোল্ডেন ডোম’। এটি হবে একটি আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা পুরো যুক্তরাষ্ট্রকে...