করোনার প্রকোপে স্তব্ধ গোটা বিশ্ব। সব দেশেই চলছে করোনার ধ্বংসলীলা। বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গবেষকরা একটা প্রতিষেধক আবিষ্কারের। কিন্তু, সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা তামাক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো দাবি করেছে যে, করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে।
ওই সংস্থার দাবি, তারা তামাক পাতা থেকে তৈরি করেছে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ ভ্যাকসিন। এই ভ্যাকসিন মানুষের দেবে পরীক্ষার জন্য প্রস্তুত। তারা বলছে, প্রি ক্লিনিকাল ট্রায়ালে আশানুরূপ ফল করেছে ভ্যাকসিন। এবার সেটি মানুষের দেবে পরীক্ষা করা দেখা হবে।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতির অপেক্ষায় রয়েছে ওই সংস্থা। গত এপ্রিলেই এই সংস্থা সাবসিডিয়ারি কেনটাকি বায়োপ্রসেসিং তৈরি করে বিশ্ববাসীর নজর কেড়েছিল। বলা হচ্ছিল এ থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হতে পারে যে কোনও দিন।
কোম্পানির দাবি, এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করে ফেলা সম্ভব হবে। দীর্ঘ কয়েক মাসের জায়গায় মাত্র ৬ সপ্তাহের মধ্যেই তৈরি হতে পারে ভ্যাকসিন। প্রতি সপ্তাহে তবে ১ থেকে ৩ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করতে পারবে এই কোম্পানি।
এফডিএ-এর কাছে অনুমতির জন্য দরখাস্ত করেছে সংস্থাটি। সব কিছু ঠিক থাকলে জুনের শেষ থেকেই শুরু হবে হিউম্যান ট্রায়াল।
এর আগেও একাধিকবার করোনাভাইরাসের ভ্যাকসিন অথবা প্রতিষেধক তৈরির খবর সামনে এসেছে। আবার পরে তা হতাশও করেছে। বৃটিশ আমেরিকান টোব্যাকোর এই দাবি সত্যি হলে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কার্যত জয় পাওয়া যাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।
More Stories
টিকার ফর্মুলা চুরির অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
করোনা টিকার প্রস্তুত প্রণালী চুরির অভিযোগে টিকা ও ওষুধ প্রস্তুতকারী দুই অংশীদার কোম্পানি ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে টিকা-ওষুধ প্রস্তুতকারী অপর...
চীন ও ভারতে উৎপাদন হবে রাশিয়ার করোনা টিকা
রাশিয়ার করোনাভাইরাস বিরোধী টিকা স্পুটনিক ভি ভারতে উৎপন্ন হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি চীনেরও এর উৎপাদন করা...
এবার ভ্যাকসিন দৌড়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
করোনা ভাইরাসের ভ্যাকসিন দৌড়ে নামল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। প্রাণী থেকে মানুষ সকলের উপর থাবা বসাতে পারে করোনা। তাই শুধু কোভিড-১৯ নয়,...
ভ্যাকসিনের চূড়ান্ত সুখবর দেওয়ার অপেক্ষায় অক্সফোর্ড
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা বলেছে, তাদের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে এখন পর্যন্ত ভালো ডেটা আসছে।...
মানবদেহে অক্সফোর্ডের ভ্যাকসিন সফল, তৈরি হচ্ছে এন্টিবডি
ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন সফল হয়েছে। এ ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে যাদের শরীরে প্রয়োগ করা হয়েছিল তাদের সবার মধেই...
চীনের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হবে বাংলাদেশে
করোনাভাইরাস চিকিৎসার জন্য চীনের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করার অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। এটি বাংলাদেশে চীনের তৃতীয়...