Read Time:2 Minute, 39 Second

করোনার প্রকোপে স্তব্ধ গোটা বিশ্ব। সব দেশেই চলছে করোনার ধ্বংসলীলা। বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গবেষকরা একটা প্রতিষেধক আবিষ্কারের। কিন্তু, সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা তামাক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো দাবি করেছে যে, করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে।

ওই সংস্থার দাবি, তারা তামাক পাতা থেকে তৈরি করেছে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ ভ্যাকসিন। এই ভ্যাকসিন মানুষের দেবে পরীক্ষার জন্য প্রস্তুত। তারা বলছে, প্রি ক্লিনিকাল ট্রায়ালে আশানুরূপ ফল করেছে ভ্যাকসিন। এবার সেটি মানুষের দেবে পরীক্ষা করা দেখা হবে।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতির অপেক্ষায় রয়েছে ওই সংস্থা। গত এপ্রিলেই এই সংস্থা সাবসিডিয়ারি কেনটাকি বায়োপ্রসেসিং তৈরি করে বিশ্ববাসীর নজর কেড়েছিল। বলা হচ্ছিল এ থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হতে পারে যে কোনও দিন।

কোম্পানির দাবি, এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করে ফেলা সম্ভব হবে। দীর্ঘ কয়েক মাসের জায়গায় মাত্র ৬ সপ্তাহের মধ্যেই তৈরি হতে পারে ভ্যাকসিন। প্রতি সপ্তাহে তবে ১ থেকে ৩ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করতে পারবে এই কোম্পানি।

এফডিএ-এর কাছে অনুমতির জন্য দরখাস্ত করেছে সংস্থাটি। সব কিছু ঠিক থাকলে জুনের শেষ থেকেই শুরু হবে হিউম্যান ট্রায়াল।

এর আগেও একাধিকবার করোনাভাইরাসের ভ্যাকসিন অথবা প্রতিষেধক তৈরির খবর সামনে এসেছে। আবার পরে তা হতাশও করেছে। বৃটিশ আমেরিকান টোব্যাকোর এই দাবি সত্যি হলে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কার্যত জয় পাওয়া যাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মোদি করোনার চেয়েও ভয়ংকর: আফ্রিদি
Next post ভ্যাকসিন সবাইকে দেয়ার আশ্বাস শি জিনপিংয়ের
Close