করোনাভাইরাস নিয়ে বিশ্ববাসীকে আগে থেকে সতর্ক করেনি চীন। ভাইরাসের সংক্রমণ ক্ষমতা ও মৃত-আক্রান্তের সংখ্যা নিয়ে তথ্য গোপন করা হয়েছে। কোভিড-১৯ উহানের ল্যাবে তৈরি করে ছাড়া হয়েছে—চীনের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া প্রথম দিকে একে চীনা ভাইরাস বলেও অভিহিত করে আসছিলেন ট্রাম্প।
করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এই ক্ষতির মুখে গত জানুয়ারিতে চীনের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রথম থাপ নিয়ে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কোনো আলোচনা করতে চাই না।
চীন-মার্কিন বাণিজ্য চুক্তি ধাপ-১ নিয়ে ‘ফক্স বিজনেস নেটওয়ার্ক’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমনটা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছর চীনের ওপর আরোপিত মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার পর এ বছরের জানুয়ারিতেই চীনের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত কয়েক মাসে সেই চুক্তি মানছেন না চীন।
জানুয়ারির ওই বাণিজ্য চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের এটা হতে দেওয়া উচিত হয়নি (করোনাভাইরাস ছড়াতে দেওয়া)। আমি যে বাণিজ্য চুক্তি করেছিলাম, সেটা বিশাল কিছু বলে মনে হয়েছিল। কিন্তু এখন আর সেটা মনে হয় না। এরপর কিছুটা ভিন্ন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, কালি শুকিয়ে গিয়েছে এবং মহামারি ছড়িয়ে পড়েছে। এখন আর আগের মতো মনে হচ্ছে না।’
এ সময় সি চিন পিংয়ের প্রসঙ্গ উঠতেই বিরক্তির সুরে ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে আর কথা বলতে চাই না।’
এ ক্ষেতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমরা অনেক কিছুই করতে পারি। আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারি। আর সেটা করলে আমেরিকার ৫০০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।’
ট্রাম্পের উপদেষ্টা চীন বিশ্লেষক মাইকেল পিলসবারি রয়টার্সকে বলেছেন, গত জানুয়ারির মার্কিন-চীন বাণিজ্য চুক্তির শর্ত মানছে না চীন। গত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানি ৩ শতাংশ হ্রাস পেয়েছে। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তই নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন ফক্স বিজনেস নেটওয়ার্ককে জানিয়েছেন, করোনোভাইরাস সম্পর্কে চীনকে আরও অনেক তথ্য সরবরাহ করা দরকার ছিল। তাই বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বিকল্প সমাধান খুঁজতে হচ্ছে প্রেসিডেন্টের।
More Stories
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত অভিযোগের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেছেন,...
শেখ হাসিনার পতনে কর্তৃত্ব হারাচ্ছে ভারত: শ্রীলঙ্কা গার্ডিয়ানের নিবন্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গণমাধ্যমসহ সব...
ভারতের ২ শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, জব্দ হবে সম্পদ
ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে...
ভিসা ফি ছাড়াই বাংলাদেশিরা যেভাবে পাকিস্তানে যাতায়াত করতে পারবে
বাংলাদেশের নাগরিকরা ভিসা ফি ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। তিনি বলেছেন, দুই সপ্তাহ...
মোটা অঙ্কের টাকায় ‘বাংলাদেশের প্রভাবশালীরা’ আশ্রয় নিচ্ছেন ভারতে: আনন্দবাজারের প্রতিবেদন
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন আওয়ামী লীগের প্রভাবশালী...
ড. ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৪...