করোনার উৎপত্তি নিয়ে তদন্তের দাবি তোলায় অস্ট্রেলিয়া থেকে মাংস আমদানি বন্ধ করে দিল চীন।
ফ্রান্স টুয়েন্টি ফোর জানায়, গত মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক দাবি তুলেছিলেন। তখন অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মাংস ভোক্তারা বয়কট করতে পারে বলে চীনা রাষ্ট্রদূত সতর্ক করেছিলেন।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সিমন বার্মিংহাম জানান, চীনা স্বাস্থ্যবিধি সম্পর্কিত ছোটখাট প্রযুক্তিগত ছাড়পত্র লংঘন দেখিয়ে মাংসের শিপমেন্ট বাতিল করা হয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে এমনটি হয়েছে বলে আমরা মনে করছি না, কারণ গত এক বছরের বেশি সময় ধরে কিছু ক্ষেত্রে এই সমস্যা হয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের এমন সিদ্ধান্ত অস্ট্রেলিয়া এবং তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের মধ্যে সম্ভাব্য দূরত্ব তৈরি হওয়া উদ্বেগ দেখা দেয়া দিয়েছে। করোনা পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া অন্যান্য অর্থনৈতিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে বাণিজ্যমন্ত্রী বলেন, সমাধান বের করতে অস্ট্রেলিয়া ও চীনের শিল্প ও বাণিজ্য কর্তৃপক্ষ এক সঙ্গে কাজ করবে। যাতে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু করা যায়।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ৩৫ শতাংশ মাংস ৪টি নেটওয়ার্কের মাধ্যমে চীনে রপ্তানি হয়। ১০ মিলিয়নেরও বেশি বিশাল এই বাণিজ্য অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে।
More Stories
বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই...
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।...
যুক্তরাষ্ট্র থেকে ১৪২ বিলিয়ন ডলারের ‘যুদ্ধ সরঞ্জাম’ কিনবে সৌদি আরব
ক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। হোয়াইট হাউস এই চুক্তিটিকে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি’...
‘মোদির দিন ফুরিয়ে আসছে’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের...
‘পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে’, পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে...
কাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল
পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া...