এ বছরের শেষ দিকে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবে যুক্তরাষ্ট্র, ডাক্তারদের সঙ্গে কথা না বলেই কদিন আগে দৃঢ়কণ্ঠে এ দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। এবার ‘ডাক্তারদের কথায় আস্থা রেখে’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভ্যাকসিন ছাড়াই করোনাভাইরাস বিদায় নেবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ লাখের বেশি মানুষ। ৭৮ হাজার ছাড়িয়েছে মৃত্যু। সম্প্রতি করোনার চিকিৎসায় রেমডেসিভির অনুমোদন দিলেও টিকা আবিষ্কারে কাজ করে যাচ্ছেন গবেষকরা। এরই মধ্যে ট্রাম্প মন্তব্য করলেন, করোনা দূর করতে ভ্যাকসিন লাগবে না। আপনাআপনিই বিদায় নেবে প্রাণঘাতী ভাইরাস।
শুক্রবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে এই মন্তব্যের পেছনে চিকিৎসকদের ভূমিকার কথা বলেছেন ট্রাম্প, ‘ডাক্তাররা যা বলেছে, আমি কেবল তাতে আস্থা রেখেছি। তারা আমাকে জানিয়েছে, করোনা বিদায় নিতে যাচ্ছে।’
প্রতিষেধক আবিষ্কারের অগ্রগতি নিয়ে এক প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে আমার অনুভূতি অনেকটাই টেস্টের মতো। কোনো ভ্যাকসিন ছাড়াই এটা বিদায় নিতে যাচ্ছে। এটা দূর হবে এবং আমরা আবার কখনো একে দেখতে পাবো না। আশা করি নির্দিষ্ট একটা সময় পর এটা চলে যাবে।’
ট্রাম্প আরো যোগ করেছেন, ‘কিছু ভাইরাস কিংবা ফ্লু এসেছিল যেগুলোর জন্য ভ্যাকসিন খোঁজা হচ্ছিল। ভ্যাকসিন পাওয়া যায়নি। কিন্তু তারপরও তারা (ভাইরাস) গায়েব হয়ে গেছে, আর কখনো দেখা দেয়নি। সবকিছুর মতো তারাও মারা যায়।’
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
