Read Time:1 Minute, 40 Second

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪১ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের ৫ জন ছাড়া বাকি ৭৩৬ জনই অভিবাসী। মোট আক্রান্তের ৮৪ শতাংশই দেশটির ডরমিটরিতে বসবাস করা অভিবাসী শ্রমিক।

দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক ডরমিটরিতে থাকছেন। এ পর্যন্ত তাদের প্রায় ১৭ হাজার ৭৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সে হিসাবে এখন পর্যন্ত ৫.৫ শতাংশই অভিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন; যা মোট আক্রান্তের ৮৪ শতাংশ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২০ জন।

সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৪ জন। হাসপাতাল ও হোম কেয়ারে চিকিৎসাধীন ১৯ হাজার ২৮৫ জন। এদের মধ্যে ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লকডাউনে এপ্রিলে পারিবারিক সহিংসতার শিকার ৪২৪৯ নারী
Next post নকল কিম জং-উন!
Close