চীনের উহান শহরের ল্যাব থেকে নভেল করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের।
কয়দিন পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে সরব থাকেন। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই অভিযোগ করে যাচ্ছেন।
তবে হোয়াইট হাউসের করোনা রেস্পন্সের অন্যতম সদস্য ড. অ্যান্থনি ফুসি দিলেন ভিন্ন মত।
নিউজ উইক জানায়, সোমবার ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি উহানের ল্যাব থেকে করোনা সংক্রমণের আশঙ্কাটি নাকচ করে দিলেন।
এর ফলে ট্রাম্প এবং পম্পেওর বিপরীতে অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রামক রোগ বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক ড. অ্যান্থনি ফুসি।
তিনি বলেন, সবচেয়ে সেরা প্রমাণপত্রগুলো দেখাচ্ছে এই ভাইরাসটি চীনের ল্যাবটি থেকে তৈরি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে এই ভাইরাসের বিবর্তন ইঙ্গিত করছে যে প্রকৃতি থেকেই এটির উৎপত্তি হয়েছে।
ফুসির এমন মন্তব্য গত সপ্তাহে ট্রাম্পের একটি দাবিকেও নাকচ করে দেয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন উহান থেকে করোনার উৎপত্তি নিয়ে তার কাছে শক্ত প্রমাণ আছে।
ফুসি আরও যোগ করেন, কেউ বন-জঙ্গল থেকে এটি ল্যাবে নিয়ে এসেছিল এবং সেখান থেকে দুর্ঘটনাবশত এটি ছড়িয়ে পড়ে-এমন বিকল্প তত্ত্বেও তিনি বিশ্বাস করেন না।
এদিকে নিউইয়র্ক টাইমস গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায়, উহান থেকে করোনার উৎপত্তি সেটি প্রমাণ করতে মার্কিন গোয়েন্দাদের চাপ দেয়া হচ্ছে প্রশাসন থেকে।
তবে মার্কিন গোয়েন্দাদের বক্তব্য হচ্ছে এটি মানবসৃষ্ট বা জিনগতভাবে তৈরিকৃত নয়। যদিও এ নিয়ে তারা তদন্ত চালাচ্ছেন।
More Stories
৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ আগামী পাঁচদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর ৬০ থেকে...
নিউইয়র্ক কি ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র পেতে যাচ্ছে
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে একজন তরুণ অভিবাসী এবং রাজনৈতিক পরিবার থেকে আসা নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক এক...
ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর, যুক্তরাষ্ট্রে অভিবাসন উত্তেজনা চরমে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সোমবার (৯ জুন) থেকে কার্যকর হতে যাচ্ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১২টি দেশের নাগরিকদের...
বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, মোতায়েন হলো ন্যাশনাল গার্ড
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান শহর লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন নথিবিহীন শত শত অভিবাসী। বিক্ষোভ দমনে মার্কিন সেনাবাহীনির...
ভারত বা অন্য কোথাও নয়, আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ওপর ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২৩ মে) ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন,...
শত বিলিয়ন খরচে ট্রাম্পের স্বপ্নের ঢাল ‘গোল্ডেন ডোম’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্বপ্নের প্রকল্প হচ্ছে ‘গোল্ডেন ডোম’। এটি হবে একটি আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যা পুরো যুক্তরাষ্ট্রকে...