প্রেমিকা প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গত ফেব্রুয়ারির শেষে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন জাতীয় দলের বাঁহাতি ক্রিকেটার সৌম্য সরকার। বিয়ের পর প্রথম খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ঝড় তুলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এরপর থেকে করোনাভাইরাসের কারণে কার্যত সবকিছুই বন্ধ। তাই ঘরবন্দী জীবনে নববধূর সঙ্গে নানাভাবে সময় কাটাচ্ছেন সৌম্য।
কখনো নিজের হাতে বানানো খাবার খাইয়ে, কখনো বা আবদার মিটিয়ে খুশি রাখছেন স্ত্রীকে। সেগুলো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেও কার্পণ্য করছেন না। সৌম্যর এমন কাজে প্রাণবন্ত পূজাও জানালেন, ভালো স্বামী হওয়ার জন্য প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছেন সৌম্য, করছেন নতুন কিছু।
গতকাল রোববার সৌম্য সরকারের ব্যাট নিলামের সময় একটি লাইভ আড্ডায় উপস্থিত ছিলেন পূজাও। সেইসময় স্বামী হিসেবে সৌম্য কেমন, সৌম্যর কী ভালোবাসেন, কী ভালোবাসেন না এসব জানান দর্শকদের। তিনি বলেন, ‘ছোটছোট বিষয়সমূহকে উনি খুব মনযোগ সহকারে দেখেন। স্বামী হিসেবে নিজেকে উন্নতি করার চেষ্টা করছেন। আর ক্রিকেটার হিসেবে অবশ্যই ভালো। কিন্তু স্বামী হিসেবে বলাটা বাহুল্য যে, প্রতিদিনই কিছু না কিছু করছেন, চেষ্টা করছেন ভালো স্বামী হওয়ার জন্য।’
গতকাল সৌম্য সরকার ও তাসকিন আহমেদের বল নিলাম থেকে একটি ব্যাংক সাড়ে আট লাখ টাকা দিয়ে কিনে নেয়। এরপর এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পূজা। তিনি বলেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে (আয়োজক) ধন্যবাদ বলতে চাচ্ছি। যে আপনারা সকলে মিলে যারা এ ধরনের একটা আয়োজন করেছেন, এত একটা কঠিন সময়ের মধ্যে।’
দুই মাস আগে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এর আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। সৌম্য তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সৌম্যর বাবা কিশোর মোহন সরকার সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা অফিসার। মা নমিতা রাণী সরকার গৃহিণী। স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজার বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ও-লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।
More Stories
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র...
লস এঞ্জেলেসে অস্টম ‘শেখ কামাল ট্রফি’ ক্রিকেট টুর্ণামেন্ট’র সংবাদ সম্মেলন
শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস: অস্টম বারের মতো ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্ণামেন্ট’র সমন্বয়ক...
সুপার এইটে যুক্তরাষ্ট্র, বৃষ্টিতে কপাল পুড়লো পাকিস্তানের
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় প্রথমবার টুর্নামেন্টটিতে অংশ গ্রহণের সুযোগ পায় যুক্তরাষ্ট্র। আর প্রথম আসরেই বাজিমাত করেছে তারা। টুর্নামেন্টে...
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন ‘কেউ কথা রাখেনি।’ অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য হেঁটেছেন বিপরীত পথে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, আহমেদাবাদে ভারতীয়...
‘শেখ কামাল’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রবাস বাংলা ডেস্ক থেকে শামসুল আরীফিন বাবলু: ক্যালিফোর্নিয়া’র লস এঞ্জেলেসে উডলী ক্রিকেট গ্রাউন্ডে গত ৪ সেপ্টেম্বর, সোমবার সপ্তম ‘শেখ কামাল’...
আজান দিয়ে যুক্তরাষ্ট্রের সড়কে নামাজ পড়ছেন রিজওয়ান, ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের একটি সড়কে নামাজ পড়ছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান- সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে-...