করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এটির ২৫ শতাংশ মানুষই এখন করোনায় আক্রান্ত। সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান।
স্থানীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি জানায়, করোনা রোধে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে নিউইয়র্ক নগরীতে। সম্প্রতি নগরীর পাঁচটি কেন্দ্রে ব্যাপক হারে পরীক্ষা করা হয়।
এতে দেখা গেছে, পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে ২৪ দশমিক ৭ শতাংশের শরীরেই করোনাভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। আগে যা ছিল ২১ শতাংশ। এর ফলে ধারণা করা হচ্ছে নগরীটির প্রায় ২৫ শতাংশ মানুষ এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার নিজে থেকেই সের উঠেছে। তার মানে নিউইয়র্কের প্রায় ২০ লাখ মানুষ এরই মধ্যে কভিড-১৯ রোগে কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছিল।
এদিকে নিউইয়র্ক নগরীতে অ্যান্টিবডি পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর ঘোষণ দিয়েছে অ্যান্ড্রু কুমো। পুলিশ, স্বাস্থ্যকর্মী ও দমকল বাহিনীর সদস্যদের ভেতরে কাদের মধ্যে ভাইরাসটি প্রতিরোধী অ্যান্টিবডি রয়েছে, তা জানা খুবই জরুরি বলে মনে করেন তিনি।
অ্যান্ড্রু কুমো বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের সামনের সারির কর্মীরা কেমন আছেন এবং কীভাবে তারা কাজ করছেন, সেটি পুরোপুরি আমাদের জানা প্রয়োজন।’
পরীক্ষায় বিপুলসংখ্যক মানুষের শরীরে অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়াকে একটা শুভ লক্ষণ বলে উল্লেখ করেন গভর্নর। আগের দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় পরিস্থিতি নিয়ে আশাবাদী তিনি।
বিশ্বের অনেক দেশের তুলনায় মার্কিন অঙ্গরাজ্যটিতে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখের কাছাকাছি ব্যক্তি। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫১৫ জন।
More Stories
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত অভিযোগের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেছেন,...
ভারতের ২ শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, জব্দ হবে সম্পদ
ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে...
শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ-১৮।...
কমলার কারণে ট্রাম্পকে একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে...
যুক্তরাষ্ট্রে যত রাজনৈতিক সহিংসতার ঘটনা
নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে উঠে এসেছে। তবে ট্রাম্পই...
গুলিতে ডান কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার...