নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩০ লাখ। ডিসেম্বরের মাঝামাঝি চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস রোধে এখনো কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাচ্ছে, কভিড-১৯ রোগের অন্তত ৭০টির বেশি ভ্যাকসিন গবেষণা চলছে। যেখানে একটি ভ্যাকসিন আবিষ্কারে ১০-১৫ বছর লেগে যায় সেই কাজ কয়েক মাসেই করে ফেলতে বিজ্ঞানীরা হন্য হয়ে রাতদিন খাটছেন।
আলজাজিরা জানায়, শক্তিধর রাষ্ট্রগুলো ছাড়াও ধনকুবের ব্যক্তিরাও বিপুল পরিমাণ টাকা ঢালছেন ভ্যাকসিন আবিষ্কারে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন করোনা প্রতিরোধে অন্তত সাতটি ভ্যাকসিনের পেছনে অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
করোনার ভ্যাকসিনে আবিষ্কারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ২৭ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে। বিখ্যাত ওষুধ কোম্পানি মডার্নার ভ্যাকসিন গবেষণার ওপর ৫০০ ডলারের বাজি ধরেছে মার্কিন সরকার। ইতিমধ্যে সেই ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হয়েছে। এদিকে চীনেও একটি ভাইরাসের মানবদেহে ট্রায়াল শুরু করেছে।
তবে কভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে সবচেয়ে সাড়া ফেলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইন্সটিটিউট। এর মধ্যে ২৩ এপ্রিল থেকে মানবদেহে ট্রায়াল শুরু হয়ে গেছে তাদের ভ্যাকসিনটির। করোনার ভ্যাকসিন দৌড়ে এটিকেই এখন পর্যন্ত পর্যন্ত এগিয়ে রাখছে সবাই।
ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসেই আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আসছে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড বিজ্ঞানীদের আবিষ্কৃত এই ভ্যাকসিন।
জেনার ইন্সটিটিউট বলছে, বেশ কার্যকর একটি ভ্যাকসিন তৈরি করেছে তারা। মে মাসের মধ্যে ৬ হাজার মানুষের ওপর তাদের পরীক্ষা চলবে।
নিউইয়র্ক টাইমস জানায়, গত মাসে যুক্তরাষ্ট্র ছয়টি বানরের ওপর এগুলো পরীক্ষা করা হয়। ২৮ দিন পেরিয়ে যাওয়ার পরেও তারা সুস্থ আছে। এর ফলে ভ্যাকসিনটি নিয়ে আরও আশাবাদী গবেষকেরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের রকি মাউন্টেন ল্যাবরাটরিতে এইসব বানরদের ওপর পরীক্ষা চালানো হয়। তাদের ওপর বেশি মাত্রায় ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়।
ট্রায়ালের আগেই জেনার ইন্সটিটিউটের গবেষণাটির প্রধান বিজ্ঞানী ড. সারাহ গিলবার্ট জানিয়েছিলেন, একটি কার্যকরী ভ্যাকসিন প্রস্তুত করতে যাচ্ছেন তারা। সেপ্টেম্বরের ভেতর ভ্যাকসিন প্রস্তুতের বিষয়ে তারা ৮০ শতাংশ আশাবাদী।
প্রতিষ্ঠানটিরভ্যাকসিন তৈরির প্রযুক্তি ব্যবহার করে প্রায় ১০টি রোগের ভ্যাকসিন তৈরি করা হয়েছে অতীতে। যার সবগুলোই সফল হয়। ফলে অক্সফোর্ডের ভ্যাকসিনটির দিকে এখন ত্যাকিয়ে আছে গোটা বিশ্ব।
More Stories
বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই...
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।...
যুক্তরাষ্ট্র থেকে ১৪২ বিলিয়ন ডলারের ‘যুদ্ধ সরঞ্জাম’ কিনবে সৌদি আরব
ক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। হোয়াইট হাউস এই চুক্তিটিকে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি’...
‘মোদির দিন ফুরিয়ে আসছে’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের...
‘পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে’, পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে...
কাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল
পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া...