লস এঞ্জেলেসে এ পর্যন্ত কোন প্রবাসী বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এর কোন প্রমাণও নেই। প্রবাস বাংলা ডট ইনফো অনুসন্ধন করে জানতে পেরেছে লস এঞ্জেলেসে বসবাসরত প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিতালী কাজল ওরফে সুলতানা কবির মিতালীর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী নিসার কাজল করোনায় আক্রান্ত হয়েছিল এবং করোনা যুদ্ধে বিজয়ী হয়েছেন।
কথা হচ্ছিল মিতালী কাজলের সাথে। তিনি জানান, গত ৯ মার্চ স্বামী নিসার কাজল বাংলাদেশ থেকে ফিরে আসছিলেন। যাত্রা পথে নিউ ইয়র্কে দুদিন অবস্থান করেন। তারপর লস এঞ্জেলেসে ফিরে আসার পর ১৩ মার্চ ধরা পড়ে যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্ক থেকেই তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন।
জানাতে চাইলাম- করোনা তো ছোঁয়া ছোঁয়ে, আপনাদের তাহলে হলো না কেনো?
তিনি জানান, নিসার আসার সাথে সাথে তাকে কোয়ারেন্টাইনে রাখ হয়েছিল। শিক্ষিত ও বুদ্ধিমান রমনী শুরু থেকেই তার দুই সন্তানকে নিয়ে যে সাবধানতা অবলম্বন করেছিলেন তার ফলে পরিবার রক্ষা পেয়েছে।
আরও জানতে চাইলাম- বুঝলেন কি করে যে তার করোনা হয়েছে?
তিনি জানান, প্রথমে তার জ্বর হয়। তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে গেছি। সেখান থেকেই সনাক্ত হয় যে, তার করোনা হয়েছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিসারের সঙ্গেও কথা হয়। তিনি বলেন, দুদিন হাসপাতালে থাকার পর মনে হল আমি যদি সেখানে থেকে চিকিৎসা নেই হতে মানসিকভাবে আরও দূর্বল হয়ে যাব।
তিনি জানান, ডাক্তারকে অনুরোধ করে তার পরামর্শ নিয়ে সুস্থতার অভিনয় করে বাসায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন। সেই সঙ্গে তিনি ঘরে ফিরে আসেন।
কিন্তু এরই মধ্যে অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে যান এবং স্বাভাবিক চিকিৎসায় দুটি এন্টিবায়টিক দেন। যা ছিল ব্যাক্টেরিয়া ও ভাইরাসেরর এন্টিবায়োটিক। তার ফলে কিছুটা সুস্থ হলে ডাক্তার বাসায় পরিচর্যার মাধ্যমে সুস্থতার পরামর্শ দেন।
নিসা ধুমপান করে না। ফুসফুস ছিল সবল, ইমিউন সিস্টেমও ছিল শক্তিশালী। শ্বাস কষ্ট প্রতিরোধ ক্ষমতা ছিল প্রবল।
ঘটনার বিস্তাতি শুনে মনে হয়েছে মিতালী কাজলের নার্সিং করোনাকে প্রতিহত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। তাকে সর্বদা আদা লেবুর চা দিয়েছেন। কমালা লেবু, প্রচুর পানি, ভিটামিন সি জাতিয় খাবার খাওয়াতে হয়।
করোনার ক্রান্তিকালে দৈহিক ও মানসিক শক্তি সবল থাকলে যুদ্ধে জয় সম্ভব। মিতালী এমনটাই মনে করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে করোনা থেকে পরিত্রান পাওয়া যায়। যদিও এই ভাইরাসের কোন ভ্যাক্সিন এখনও আবিস্কার হয়নি। গত একমাস নিসার করোনা মুক্ত হয়ে পরিবারের সঙ্গে কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছেন।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...