গত ১৫ এপ্রিল ২০২০ বুধবার রাত সাড়ে ৮টায় (নিউ ইয়র্ক সময়) মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) টেলি সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করে। টেলি অনরাইন (জুম এর মাধ্যমে) মত বিনিময় সভা পরিচারনা করেন মুনার ন্যাশনার কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর হারুনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ভাইস প্রেসিডেন্ট নূরুজ্জামান এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।
তিনি বলেন, করোনা বর্তমান সময়ে আমরা সকলেই একটি পরীক্ষার মধ্যদিয়ে যাচ্ছি। অসংখ্য মানুষ তারর আপনজন হারাচ্ছেন। সর্বত্র একটা অনিশ্চয়তা, হাহাকার বিরাজ করছে। এ অবস্থায় মুনা একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অসহায় মানুষের কল্যানে মার্চ মাসের ১ সপ্তাহ থেকে ব্যাপক কর্মসূচী নিয়ে কাজ শুরু করেছে। একই সাথে রমজানেও মুনা গ্রহণ করেছে বিশেষ কর্মসূচী।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, দশ হাজার মানুষের জন্য সাহায্যকারী গিফট প্যাকেজ আমেরিকায় সর্বত্র প্রয়োজনীয় মানুষদের মধ্যে বিতররণ করা হবে। প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য জাতি ও ধর্মের দু:স্থ মানুষের কল্যানে এগুলো বিতরণ করা হবে। লস এঞ্জেলেসে প্রাথমিক অবস্থায় ৫০ জন মানুষের কাছে এই রমাদান গিফট প্যাকেজ বিতরণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া আরও জানান যে, হটলাইনের মাধ্যমে চিকিৎসা সহ সকল ধরণের সাহায্য সহযোগিতা করার কথা উল্লেখ করেন।
(হটলাইন-৮৭৭-৬৮৬-২৭৭৪)। এ পর্যন্ত ৩৩ জন করোনায় মৃত মানুষের শেষকৃত করেছে এবং প্রয়োজনে আগামীতেও এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি প্রদান করে মুনার নেতৃবৃন্দ।
টেরি সংবাদ সম্মেলনের শেষে প্রবাস বাংলার প্রতিনিধি মুনার ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুলর মান্নান এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৫০০ রমাদান গিফট প্যাকেজ পেয়েছি। যা করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেব। যাদের প্রয়োজন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা তাদের বাড়িতে গিয়ে সাহায্য পৌঁছে দেব।
তিনি আরও বলেন, সামাজিকভাবে এই সকলর সাহায্য প্রাপ্তি আত্মমর্যাদার রক্ষার্থে গোপনীয়তা রক্ষা করা হবে। প্রয়োজনীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন-
(২১৩-৯৪৯-৭৮৩১/২১৩-৯২৬-২৯৫৯)।
More Stories
প্রবাসী আয় পাঠানোর শীর্ষে যুক্তরাষ্ট্র
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স...
বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় পাসপোর্ট পেলেন ২৭ হাজার প্রবাসী বাংলাদেশি
বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে...
আগরতলা মিশনে ভিসা সেবা চালু করছে বাংলাদেশ
ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে বুধবার থেকে। আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ...
২৩ মরদেহ দাফনে বিষয়ে যা জানালেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত
ভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ার ব্রেগাতে দাফন করা হয়েছে। এসব...
ভূমধ্যসাগর উপকূলে ২০ লাশ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায়...
কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া...