Read Time:2 Minute, 28 Second

এবার যুক্তরাষ্ট্রে কংগ্রেসেই ৫ জনের করেনাভাইরাস ধরা পড়েছে। সেই সাথে ২০ জনের বেশি সদস্য সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছেন। এরই মধ্যে শুক্রবার হাউজ অফ রিপ্রেজেন্টিভের জন্য অর্থনৈতিক ত্রাণ হিসেবে ২.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের একটি বিল পাশ করেছে মার্কিন সিনেট।  
আক্রান্ত ৫ জনের মধ্যে ১ জন হলেন মার্কিন প্রতিনিধি মাইক কেলি। তিনি পেনসেলভেনিয়ার রিপাবলিকান নেতা। এক সপ্তাহ যাবত ফ্লুর মত লক্ষণ ছিল তার শরীরে । এ থেকেই পরীক্ষার পর করোনা ধরা পড়ে। করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিনিধি জো কানিংহাম। সাউথ ক্যারোলিনার ডেমোক্রেট নেতা জো কানিংহাম। মার্চের ১৯ তারিখ থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। এরপর গতকাল শুক্রবার করোনা পজেটিভ আসে তার।
মার্কিন সিনেটর র‌্যান্ড পল গেল সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন তিনি। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস নেতা মারিও দিয়াজ বালার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তিনিই প্রথম মার্কিন আইন প্রণেতা যিনি করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৫ বছর বয়সী ডেমোক্রেট সদস্য বেন ম্যাকঅ্যাডামস।

এছাড়া মহামারী করোনা আতঙ্কে সেল্ফ কোয়ারেন্টিনে গেছেন রিপাবিলকান সিনেটর মিট রমনে, মাইক লি। এর আগে থেকেই কোয়ারিন্টেনে আছেন চারজন সিনেটর। দিয়াজ বালার্ট বা ম্যাক অ্যাডামস বা তাদের সহকারীর সংস্পর্শে ছিলেন এমন আরো বেশ কয়েকজন কংগ্রেস সদস্য কোয়ারেন্টিনে আছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনায় লন্ডনে বাংলাদেশির মৃত্যু
Next post মার্কিন যন্ত্রে পাঁচ মিনিটেই করোনা পরীক্ষার ফল
Close