Read Time:2 Minute, 28 Second

করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাব্য দুটি ওষুধের নাম উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ক্লোরোকুইন ও রিমাদেসিভির নামে দুটি ওষুধের কথা জানান।  

তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ) বলছে, বড় ধরনের পরীক্ষার আগে এ নিয়ে কিছু বলা যাচ্ছে না।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজর ৬৫০ জন আর মৃত্যু হয়েছে ২৬৩ জনের। এমন পরিস্থিতিতে  ট্রাম্প ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত পুরোনো একটি ওষুধ ক্লোরোকুইন-এর নাম উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘এটি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে ভালো ফলাফল দিয়েছে। আমরা প্রেসক্রিপশন দিয়ে তাৎক্ষণিকভাবে ওষুধটি সরবরাহ করতে পারবো।’

ইবোলা ও মারবার্গ ভাইরাস সংক্রমণের জন্য চিকিৎসায় ব্যবহৃত রিমাদেসিভিরও করোনাভাইরাসের চিকিৎসার জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানান ট্রাম্প। তবে এ বিষয়ে এখনই কোনো উপসংহার টানতে নারাজ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ)।

এফডিএ কমিশনার ডা. স্টিফেন হ্যান বলেন,‘এ দুটি ওষুধকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য অনুমোদন দেওয়ার আগে বড় ধরনের পরীক্ষা করে দেখতে হবে।’

তিনি আরও বলেন,‘কেউ যদি করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে এসে থাকেন কিন্তু এরপরও সুস্থ আছেন, তাহলে বুঝতে হবে তার রক্তে ভাইরাস নেই। সম্ভাব্য চিকিৎসার জন্য আমরা ওই সুস্থ ব্যক্তির রক্ত সংগ্রহ করতে পারবো।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনা ভাইরাসের উৎপত্তি ও বিস্তার নিয়ে যেসব তত্ত্ব
Next post ইতালিতে করোনায় এক বাংলাদেশির মৃত্যু
Close