প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে সৌদি আরবের বিভিন্ন সেক্টর। এজন্য গতকাল শুক্রবার প্রায় ৮০ বিলিয়ন রিয়ালের প্রণোদনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
একই সঙ্গে যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে ৩০ জুন ২০২০ পর্যন্ত মওকুফ করা এবং কফিল (কোম্পানির অনুমতি ছাড়াই মালিকানা পরিবর্তন) ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ও ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতির হিসাব করে এই লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে মন্ত্রী পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ১৮টি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রতিদিন এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে। এ ছাড়া এই মুহুর্তে বেশ কিছু ছাড়েরও ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদ।
উল্লেখযোগ্য ছাড়গুলো হলো-
১. ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মিউনিসিপালিটি কর আগামী তিন মাসের জন্য মওকুফ করা।
২. আগামী তিন মাসের জন্য আমদানি পণ্যের ওপর শুল্ক মওকুফ করা।
৩. তিন মাসের জন্য ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদান মওকুফ।
৪. যে সমস্ত কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে ৩০ জুন ২০২০ পর্যন্ত মওকুফ করা এবং কফিল তা ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করার মধ্য দিয়ে করতে পারবে।
৫. বিভিন্ন ফি না দেওয়ার কারণে কোম্পানির আইডির সার্ভিস বা খেদমত বন্ধ হয়ে যাওয়া সার্ভিস পুনরায় খুলে দেওয়া হবে।
৬. যে সমস্ত কর্মীদের এক্সিট রি এন্ট্রি ভিসা দেওয়ার পরও করোনাভাইরাসের কারণে যারা যেতে পারেনি তাদের জন্য আরও তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা প্রদান করা হবে বিনা ফিতে।
৭. নতুন কর্মী নিয়োগের জন্য ভিসা বের করে থাকলে এবং করোনাভাইরাসের কারণে কর্মী না নিয়ে আনতে পারলে প্রদত্ত ভিসা ফি ফেরত নিতে পারবেন।
৮. ভিসা স্টাম্প হয়ে থাকার পরও কর্মী আসতে না পারলে তাদের পুনরায় বিনা ফি তে ভিসা স্টাম্পিং করার সুযোগ দেওয়া হবে।
More Stories
কাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল
পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া...
কাশ্মীর পাকিস্তানের ‘গলার শিরা’, ভারতের প্রতিক্রিয়া
কাশ্মীরকে ইসলামাবাদের ‘গলার শিরা’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তবে তার এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লির...
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...