করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা বিশ্বে। বেশ কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে ভাইরাসটি। অনেক দেশ করোনাভাইরাসের উপস্থিতি কম থাকলেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। তেমনই একটি দেশ নেপাল।
করোনা ভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে দেয়া তথ্য অনুযায়ী নেপালে একজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। তবে এরই মধ্যে তিনি সুস্থ হয়েছেন এবং নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
ভয়েস অব আমেরিকা নেপালের করোনা প্রস্তুতি নিয়ে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটু দূরত্ব রেখে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই ঘরগুলোতে করোনা সন্দেহভাজন ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হবে। নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে এমন ঘর তৈরি করা হয়েছে। এরই মধ্যে দেশটির সেনাবাহিনী করোনা প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
নেপাল সরকার অন্যান্য দেশের মতো ইতিমধ্যে সিনেমা হল, স্টেডিয়াম, যাদুঘর, ব্যায়ামাগার, সুইমিং পুল এবং ডান্সবারসহ সমস্ত লোকসমাগম এলাকা বন্ধ করে দিয়েছে। প্রাথমিক পর্যায়ে এটি ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া দেশটির সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইরান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে আসাদের প্রবেশ নিষিদ্ধ করেছে নেপাল সরকার। এছাড়া ধর্মীয় উপাসনালয়সহ সবখানে ২৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে প্রতিটি দেশকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শ মেনেই নেপাল আগে থেকেই সব প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রাবার পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। মারা গেছেন ১১ হাজার ৩৯৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৯১ হাজার ৯১২ জন।
More Stories
বিমান বিধ্বস্তের বর্ণনা দিলেন বেঁচে যাওয়া একমাত্র ব্রিটিশ যাত্রী
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে থাকা প্রায় সব আরোহী নিহত হয়েছেন। তবে ভয়াবহ এই...
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।...
যুক্তরাষ্ট্র থেকে ১৪২ বিলিয়ন ডলারের ‘যুদ্ধ সরঞ্জাম’ কিনবে সৌদি আরব
ক্তরাষ্ট্রের সঙ্গে ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। হোয়াইট হাউস এই চুক্তিটিকে ‘ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি’...
‘মোদির দিন ফুরিয়ে আসছে’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের...
‘পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে’, পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি
ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তাহলে...
কাশ্মিরে সন্ত্রাসী হামলা: যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল
পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপাবলিক মিডিয়া...