Read Time:2 Minute, 18 Second

লস এঞ্জেলেসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা একুশে ফেব্রুয়ারি- ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। লিটল বাংলাদেশ কমিউনিটি একুশের প্রথম প্রহরে (১২.০১মি:) স্বদেশ চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের আয়োজন করেছে। অপরদিকে, ভ্যালীর স্পাইস প্লাস গ্রোসারী (বারব্যাংক পান্টি লস) চত্বরে সম্মিলিত বৃহত্তর লস এঞ্জেলেসবাসীর উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের আয়োজন করেছে। রাত ০৯টা থেকে (বৃহস্পতিবার) শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বাংলাদেশ কন্সুলেট জেনারেল লস এঞ্জেলেস ২১শে ফেব্রুয়ারি সকাল ০৯টার দিকে প্রথম পর্ব শুরু করবে। এতে থাকবে পতাকা অর্ধনমিতকরণ, পবিত্রগ্রন্থ থেকে পাঠ, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী পাঠ ও আলোচনা সভা এবং দ্বিতীয় পবের্ একই দিন সন্ধ্যা ৬টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ ফেব্রুয়ারী বিকেল ৫টা থেকে বুয়েন পার্ক সিটিতে বালা আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান। যেখানে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে- ইউএস কংগ্রেস জুডি চু। সঙ্গীত পরিবেশন করবে নিউজ ইয়র্ক থেকে আমন্ত্রিত শিল্পী শাহ মাহবুব। ২৩শে ফেব্রুয়ারি বিকেল ৫টায় একুশের আরও একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে । আয়োজনে রয়েছে রং সংগঠন সহ অন্যান্য সংগঠন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সম্পাদকীয় : ক্যালিফোর্নিয়া আ’লীগের ঐক্যের প্রক্রিয়া কোন পথে?
Next post একুশে বইমেলায় হুদার নতুন বই ‌‘লিটল বাংলাদেশ, আমেরিকার বুকে মাইলস্টোন’
Close