ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ঘোষিত এই পরিকল্পনায় ‘জেরুজালেমকে ইসরায়েলের অবিভক্ত রাজধানী’ এবং জর্ডান ভ্যালি ও পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারিত্বকে যুক্তরাষ্ট্র বৈধতা দেবে বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে এই পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। এ সময় ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বেনি গানৎজও উপস্থিত ছিলেন।
এই ঘোষণার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যায়িত করেন নেতানিয়াহু। ফিলিস্তিনিরা মেনে নিলে এই পরিকল্পনা ইসরায়েলি পার্লামেন্টে পাস করারও আশ্বাস দেন তিনি।
পরিকল্পনায় জেরুজালেমকে ইসরায়েলের ‘অবিভক্ত রাজধানী’ বলা হলেও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী করা যেতে পারে বলে মত দেন ট্রাম্প। তবে পূর্ব জেরুজালেম বলতে তিনি কোন অঞ্চলকে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।
এদিকে ট্রাম্পের এই ঘোষণাকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের ‘বেলফোর ঘোষণার’ সঙ্গে তুলনা করেছেন ফিলিস্তিনি রাজনীতিকরা। এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা বলেছে, এটা কেবল ফিলিস্তিনি ভূখণ্ড দখলে বেলফোর ঘোষণাকে চূড়ান্ত রূপ দেবে।
উল্লেখ্য, ব্রিটেনের দখলে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে ‘ইহুদিদের জন্য জাতীয় বসতি স্থাপনে’ ১৯১৭ সালের ২ নভেম্বর দেশটির ‘বেলফোর ঘোষণার’ ধারাবাহিকতায় পরবর্তীতে ফিলিস্তিনিদের বিতাড়িত করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়।
এবার ট্রাম্পের কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মূলত তৈরি করেছেন তার জামাতা কট্টর ইহুদি ধর্মাবলম্বী জারেড কুশনার। এনিয়ে গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে দৌড়ঝাঁপ করেছিলেন তিনি।
ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ফখরি আবু দিয়াব বলেন, ‘এটা স্পষ্ট যে, ট্রাম্প নতুন বেলফোর ঘোষণা দিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করছেন। ট্রাম্প এমন কিছু দিচ্ছেন তিনি যেটার মালিক নন, যাকে দিচ্ছেন সে এটা পাওয়ার অধিকার রাখে না।’
ফিলিস্তিনের সাবেক মন্ত্রী জিয়াদ আবু জায়াদ বলেন, ‘আমরা কখনো আমাদের রাজধানী হিসেবে জেরুজালেমকে ছেড়ে দেব না, এবং রাষ্ট্র হিসেবে জর্ডান ভ্যালি ও পশ্চিমতীরের অংশও নয়।’
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে জরুরি বৈঠক ডেকেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনা প্রতিহত করার ঘোষণা দিয়েছে প্রতিরোধ সংগঠন হামাস।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...