প্যারিসের বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) প্যারিসের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর দিবসটির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এছাড়া ১০ জানুয়ারি ১৯৭২ সালে জাতির পিতার প্রদত্ত সম্পূর্ণ ভাষণ ও ওই অনুষ্ঠানে উপস্থিত ফরাসি সাংবাদিক আরনো আমেলাঁর ধারণ করা ভিডিও ফুটেজ দেখানো হয়।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাঙালির জাতীয় জীবনে সুমহান গৌরবে অভিষিক্ত। এই সময়কে উদযাপনের লক্ষ্যে দেশ-বিদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুজিববর্ষে বাঙালি জাতি কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধুকে স্মরণ ও তাকে গভীরভাবে জানার সুযোগ পাবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অঙ্গ সংস্থা ইউনেস্কো তাদের জন্মশতবার্ষিকী উদযাপনের তালিকায় অন্তর্ভুক্ত করে এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
কাজী ইমতিয়াজ হোসেন মুজিববর্ষব্যাপী দূতাবাস, ইউনেস্কো ও ফ্রান্সে গৃহীত বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন এবং প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের শেষ অংশে প্যারিসে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়।
More Stories
বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত...
লন্ডনে খালেদা জিয়া: পেছনে রইল যেসব প্রশ্ন
Logo ই-পেপার সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি Advertisement রাজনীতি রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, পেছনে রইল...
আ. লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না: উমামা ফাতেমা
রাজনীতি আ. লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না: উমামা ফাতেম Icon কাগজ প্রতিবেদক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩...
ফ্যাসিস্ট সচিবদের উদ্দেশ্যে হাসনাত: ‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন’
জাতীয় ফ্যাসিস্ট সচিবদের উদ্দেশ্যে হাসনাত ‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন dhaka-post বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ৩১ ডিসেম্বর ২০২৪,...
মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করলো অন্তর্বর্তী সরকার
বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত। সেটি সরকারের...
গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
গুমের সঙ্গে জড়িত ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা...