Read Time:1 Minute, 56 Second

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকালে ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, নতুন বছরের শুভেচ্ছা জানাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন মোদি।
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদি বলেন, ইন্দো-মার্কিন সম্পর্ক ক্রমশ শক্তিশালী হয়েছে। কৌশলগত সম্পর্ক গভীর করার ক্ষেত্রে গত বছর যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দু’দেশের পারস্পরিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আগামী দিনেও ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন মোদি।’

উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির। তার মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে সবরকমের পদক্ষেপ নেওয়ার হুংকার দিয়েছে ইরান। শুধু তা-ই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে ইরান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, দেশে উদ্বিগ্ন পরিবার
Next post বোল্টন মুখ খুললে ট্রাম্পের গদি ‘টলমল’!
Close