সৌদি আরবের দাম্মাম শহরে আনোয়ার আলী নামে এক প্রবাসী বাংলাদেশি চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩১ ডিসেম্বর দাম্মাম শহরের আলবাদিয়া এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
আনোয়ার আলীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামে। তার বাবার নাম ফজু শেখ।
এদিকে আনোয়ারের নিখোঁজ হওয়ার খবর দেশে তার পরিবারকে জানানো হলে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার। ছেলে নিখোঁজ থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বাবাও।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ আনোয়ার আলী ১৫ বছর আগে কাজের জন্য সৌদি আরবে আসেন। তিনি দেশটির পূর্ব প্রদেশের রাজধানী দাম্মাম শহরের আলবাদিয়া এলাকার ১২ নম্বর রোডের ২২৬ নম্বর ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেখানে আল-ইব্রাহীম নামে এক সৌদি নাগরিকের তত্ত্বাবধানে বাসা-বাড়ির প্রিন্টিং ও রংয়ের কাজ করতেন। তিন মাস আগে আনোয়ার দেশে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে ফিরে আসেন।
আনোয়ার আলীর বড় ভাই শের আলী জানান, গত ৩১ ডিসেম্বর সৌদি আরবের স্হানীয় সময় বেলা ১১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বের হন আনোয়ার। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সেখানে অবস্থানরত স্বজনরাও কোনো সন্ধান পাচ্ছেন না।
আনোয়ারের মালিক(কফিল) আল-ইব্রাহীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও আনোয়াকে খুঁজে পাচ্ছেন না বলে জানান।
এদিকে, নিখোঁজ আনোয়ার আলীর সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
More Stories
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন
এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসা পাবেন। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার...
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি: বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা এক প্রতিবাদ সভার আয়োজন করে।...
ক্যালিফোর্নিয়ার হেমেটে ‘কেপিসি’ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শ্রী ‘সুনন্দা চৌধুরী’র শ্রাদ্ধ অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন
শামসুল আরিফীন বাবলু, প্রবাস ডেস্ক, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: সিলেট গোলাপগঞ্জের এক জমিদার পরিবারের সুযোগ্য সন্তান শ্রী ডা.কালী প্রদীপ চৌধুরীর প্রয়াত...
বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত...
জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ
উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া...
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জড়ানো সেই আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো পুলিশ
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মতাদর্শ ছড়ানো এবং অর্থ সংগ্রহে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা...