কাতারে বাংলাদেশের বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির আয়োজনে রাজধানী দোহার আল সাদ স্পোর্টস ক্লাবে এ, বি এবং সি গ্রুপ ও ৬ টি বিভাগে ১৬৫ জন বাংলাদেশি অংশগ্রহণ করেন। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এর মধ্যে বাংলাদেশ বিমান ও ফেনী- এই দুটি দলের লেখার আকর্ষণ ছিল অন্যতম।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দূতাবাসের শ্রম সচিব মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম সিসি ও বর্তমান সভাপতি মো. কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মতিন পাটোয়ারী, স্পেক্ট্রা গ্রুপের চেয়ারম্যান মামুন খান।
সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উবায়দুল রহমান, রহমত উল্লাহ ফারিয়াজ, তৌহিদুল ইসলাম তৌহিদ, এইচ এম রাজিবসহ আয়োজক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জানান, মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আগত অতিথিরা।
More Stories
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
নৃত্যশিল্পী থেকে যেভাবে জেমসের জীবনসঙ্গী হয়ে উঠলেন নামিয়া
বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতের এক জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস। তাঁর ব্যক্তিগত জীবন সর্বদাই সংগীতপ্রেমী ও সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু।...
লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন লন্ডনে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী...
ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। নিহতের...
শহীদ আবু সাঈদের ছবি বুকে নিয়ে গাজার পথে শহিদুল আলম
গাজার উদ্দেশে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। ৪৪টি দেশের ৫৫টি জাহাজ নিয়ে...
