সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে পুনর্নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
দলের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়।এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এবার নিয়ে নবমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন ওবায়দুল কাদের। কাউন্সিলরদের কণ্ঠভোটে এই দুজন নির্বাচিত হন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। পরে দলে পদ পাওয়া অন্য নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের নতুন কমিটিতে অন্যান্য কারা কোন পদ পেলেন তা তুলে ধরা হলো।
সভাপতিমণ্ডলী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে তিন নতুন মুখ স্থান পেয়েছে। এছাড়া আগের ১৪ জনের সবাই স্বপদে বহাল আছেন।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হওয়া নতুন তিনজন হলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
সভাপতিমণ্ডলীতে বহাল থাকা আগের সদস্যরা হলেন-সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান ও আবদুল মতিন খসরু।
যুগ্ম সাধারণ সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বহাল আছেন আগের কমিটির মাহাবুব-উল-আলম হানিফ ও ডা. দীপু মণি। নতুন করে এই পদে আনা হয়েছে আগের কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে দলের সভাপতিমণ্ডলীর পদে নেয়া হয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমানকে।সাংগঠনিক সম্পাদক
তিনবার সাংগঠনিক সম্পাদক থাকার পর এবার ছিটকে গেছেন খালিদ মাহমুদ চৌধুরী। এই পদে আনা হয়েছে আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজমকে।
অন্যান্য পদ
দলের আন্তর্জাতিক সম্পাদক পদ পেয়েছেন সাম্মী আক্তার, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী নাজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নদী, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
এছাড়া উপদেষ্টামণ্ডলীর ৫১ সদস্যরা আগের অবস্থানেই থাকবেন। তবে উপদেষ্টা হিসেবে নতুন করে কিছু মুখ আসতে পারে বলে জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সহসাই সেই নামগুলো জানিয়ে দেয়া হবে বলে সম্মেলনকালে তিনি জানিয়েছেন।
More Stories
শেখ মুজিবুর রহমান একটা ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন: ফরহাদ মজহার
শেখ মুজিবুর রহমান একটা ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ বুধবার...
ডিএনএ টেস্ট: ঢাকায় কবর দেওয়া মাহমুদুরই বিএনপি নেতা হারিছ চৌধুরী
ঢাকার সাভারে একটি মাদ্রাসায় প্রফেসর মাহমুদুর রহমান পরিচয়ে যাকে দাফন করা হয়েছিল তিনিই বিএনপির বহুল আলোচিত প্রভাবশালী নেতা হারিছ চৌধুরী।...
তাকসিমের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ...
জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান অ্যামনেস্টির
রাজধানীর জিরো পয়েন্টে ১০ নভেম্বর আওয়ামী লীগের সমর্থক ভেবে কয়েকজন ব্যক্তির ওপর হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশ...
বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়: মার্কিন পররাষ্ট্র দপ্তর
বাংলাদেশে ভিন্নমতাবলম্বী ও বিরোধীসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সময়...
সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক নয়। এ সরকার এসেছে একটি সংকটময়...