ইরানে চলমান বিক্ষোভের মধ্যে নিপীড়নের ছবি ও তথ্য পাঠাতে দেশটির সরকারবিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এসময় ইসলামিক প্রজাতন্ত্রটির ওপর নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।
দেশটিতে জ্বালানি তেলের দাম ২০০ ভাগেরও বেশি বাড়ানোয় গত শুক্রবার থেকে সড়কে বিক্ষোভে নামেন হাজার হাজার ইরানি।
এতে বেশ কয়েকটি শহুরে কেন্দ্রে অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের সময় পুলিশ স্টেশনে হামলা, পেট্রোল পাম্পে অগ্নিসংযোগ ও দোকানপাটে লুটতরাজের ঘটনা ঘটেছে।
এক টুইট পোস্টে পম্পে বলেন, আমি ইরানি বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছি, আপনারা সরকারের ধরপাকড়ের ছবি, ভিডিও ও তথ্য আমাদের কাছে পাঠান। এতে নিপীড়নের ঘটনা বিশ্ববাসীর কাছে প্রকাশিত হয়ে যাবে ও দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ইরানে ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকায় সহিংসতার ঘটনার তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে খবরে দাবি করা হয়েছে।
সরকারিভাবে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।
তবে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টান্যাশনালের দাবি, বিক্ষোভে সত্যিকারের নিহতের ঘটনা শতাধিক।
বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মৃত্যু ও মর্মান্তিক ঘটনাবলী ধামাচাপা দিতে ইরানি সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, ইরান এতোটাই অস্থির হয়ে পড়েছে যে দেশটির সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এতে দেশের মধ্যে ঘটে যাওয়া ব্যাপক সহিংসতা নিয়ে ইরানি লোকজন কথা বলতে পারছেন না।
More Stories
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত অভিযোগের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেছেন,...
ভারতের ২ শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, জব্দ হবে সম্পদ
ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে...
শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ-১৮।...
কমলার কারণে ট্রাম্পকে একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে...
যুক্তরাষ্ট্রে যত রাজনৈতিক সহিংসতার ঘটনা
নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে উঠে এসেছে। তবে ট্রাম্পই...
গুলিতে ডান কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার...