যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির পিছনের আঙিনায় জড়ো হওয়া মানুষের ওপর গুলিবর্ষণের ঘটনায় ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। ফ্রেসনো শহরের ওই বাড়িতে স্থানীয় সময় রোববার রাতে গোলাগুলির ঘটনাটি ঘটে।
বিল ডোলি নামের ফ্রেসনো পুলিশের এক কর্মকর্তা জানান, ফ্রেসনোর দক্ষিণপূর্ব এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে ওই ঘটনা ঘটে। সেখানে একটি ফুটবল ম্যাচ দেখার জন্য ৩৫ থেকে ৪০ জন পারিবারিক-বন্ধু পর্যায়ের লোকজন জড়ো হয়েছিল।
ফ্রেসনো পুলিশের ডেপুটি চিফ মাইকেল রিড জানান, গোলাগুলিতে মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আঙিনায় মৃত পাওয়া যায়। চতুর্থ ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে। বাকি ছয় জন বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের সবাই এশিয়ান এবং তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও উল্লেখ করেন রিড।
অন্যদিকে বিল ডোলি বলেন, ‘এটি ছিল একটা মিলনমেলার মত, বাড়ির পিছনের আঙিনায় পরিবার ও বন্ধুদের একটা মিলন মেলা। প্রত্যেকে সেখানে ফুটবল দেখছিলেন। এ সময় অজ্ঞাত সন্দেহভাজন বাড়িতে এসে পেছনের আঙিনায় গিয়ে গুলি চালায়।’
গোলাগুলির সময় সেখানে প্রায় ৩৫ জন উপস্থিত ছিলেন জানিয়ে রিড বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে কোনও শিশুর ক্ষতি হয়নি।’
এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ জানায়, হামলাকারী ও আক্রান্তরা পরিচিত কিনা তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি বা দলকে ধরতে সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
More Stories
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত অভিযোগের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেছেন,...
ভারতের ২ শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, জব্দ হবে সম্পদ
ভারতীয় দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে...
শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম নিউজ-১৮।...
কমলার কারণে ট্রাম্পকে একেবারে ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর একশ দিনও বাকি নেই। এরই মধ্যে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রট দলের প্রার্থিতা থেকে...
যুক্তরাষ্ট্রে যত রাজনৈতিক সহিংসতার ঘটনা
নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে উঠে এসেছে। তবে ট্রাম্পই...
গুলিতে ডান কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার...