Read Time:2 Minute, 7 Second

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু পরিষদের ক্যালগরি কমিটি গঠন করা হয়। 

সভাটি পরিচালনা করেন কমিটির সভাপতি আবদুল্লাহ রফিক। নিম্নলিখিত সদস্যকে সংগঠনটির নির্বাহী দায়িত্ব পালনের জন্য  নির্বাচিত করা হয়েছে।  

সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ রফিক। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাহাদাত রহমান।

এছাড়াও, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন, বাইয়াজিদ খান, আবদুল সালাম, মোহাম্মদ কাদের, অ্যান্টনি জ্যাকব, কাজী মাহফুজুল হক মিনু।


যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন রিপন তালুকদার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শারমিন মমতাজ।

এছাড়া মৌ ইসলাম সাংস্কৃতিক সম্পাদক, শারমিন সুলতানা আরজু মহিলা সম্পাদক, তাশফীন হুসেন (তপু) সাংগঠনিক সম্পাদক ও মোশারেফ হোসেন মাসুদ অফিস সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,  বঙ্গবন্ধু পরিষদ বঙ্গবন্ধুর ১০০তম  জন্মদিন উদযাপন উপলক্ষে আগামী বছর মার্চ মাসে এক বিরাট কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে। উদযাপনকারী কমিটির সদস্যরা হলেন: 

প্রধান সমন্বয়ক খায়ের খন্দকার। এছাড়া সমন্বয়কারী হিসেবে রয়েছেন, শুভ্র দাস শুভ, মৌ. ইসলাম, তাশফীন হুসেন (তপু), আবির খন্দকার, শাহাদাত রাহমান, রিতা কর্মকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কার্গো সেলস এজেন্ট চুক্তি বিনিময় সম্পন্ন
Next post সার্বজনীন দুর্গাপূজায় টরন্টোর মন্দিরে মন্দিরে মানুষের ঢল
Close