Read Time:3 Minute, 22 Second

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ লস এঞ্জেলেস মহানগর শাখা ২১শে আগস্ট বুধবার সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশ একাডেমিতে পালন করল জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস। শোক দিবসের এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সাংসদ শেখ সালাউদ্দিন। তিনি জাতিরজনক বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের মেঝো ছেলে। বঙ্গবন্ধু পরিবারের এই সম্মানিত সদস্য জাতীয় ট্রাজেডি ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট নিয়ে তার স্মৃতি চারণ করেন। এ ছাড়াও উপস্থিত সুধী সমাবেশে তিনি বঙ্গবন্ধু পরিবারের সাধারণ জীবন যাপন ও তাদের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছে, তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। কুরআন তেলোয়াত, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। কোরান তেলোয়াত করেন সাবেক ছাত্রনেতা শামসুল আরেফিন বাবলু ও দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলমের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি সাংসদ শেখ সালাউদ্দিন ছাড়াও আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুস্তাইন দারা বিল্লাহ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামীম হোসেন, সহসভাপতি নাজমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, মহানগর আওয়ামী লীগের শেখ পলাশ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহমেদ ও সাবেক সভাপতি কামরুল হাসান। এ ছাড়াও বক্তব্য দেন, বালা সভাপতি মোহাম্মদ আলী খান, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সাধারণ সম্পাদক রানা মাহমুদ ও কর্নেল ( অব:) আজিজ আহমেদ। সার্বিক সহযোহিতায় ছিলেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিস, যুগ্মসম্পাদক দিদার আহমেদ, কাজল হোসেন, এম ডি আলী ক্যালিফোনিয়া স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও আফরোজ আলম। শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন লস এঞ্জেলেস মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন টিপু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নেদারল্যান্ডসে রক্তাক্ত ২১ আগস্ট স্মরণ
Next post মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
Close