Read Time:1 Minute, 50 Second

গত ৩০ জুন ২০১৯, রবিবার জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া প্রথম বারের মত নতুন প্রজন্মদের উৎসাহ ও অনুপ্রানিত করার জন্য ফ্যামিলি নাইট এণ্ড গ্র্যাজুয়েটস স্টুডেন্টস এ্যাপরিসিয়েশন ডিনারের ব্যবস্থা করে।

বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিয়া ব্যাংকুয়েট হলে এ ডিনার আয়োজন করা হয়। হল ভর্তি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন মানুষ পারিবারিক পরিবেশে উৎসব উপভোগ করেন। বাংলাদেশী আমেরিকান গ্র্যাজুয়েট স্টুডেন্টদের মধ্যে এ্যাপরিসিয়েশন এওয়ার্ড দেওয়া হয়।

কমিউনিটির প্রতি তাদের উৎসাহিত করাই ছিল উদ্দেশ্য এবং তাদের শিক্ষার প্রতি উদ্দিপতা সৃষ্টি করার লক্ষ্যে ফ্যামিলি নাইট প্রতিবছর চালু হবে বলে জানান সংগঠনের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জার্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিমা রহমান ও ডা. তাহিরা ফেরদৌস। পুরস্কার বিতরণীর মধ্যে আরও ছিলেন ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্ক মহানগর আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা নবী কমান্ডার আর নেই
Next post যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে ভারতীয়রা
Close