Read Time:2 Minute, 30 Second

লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসে অবস্থিত কেয়ার কমিউনিটি ক্লিনিক গত ১২ এপ্রিল আয়োজন করে বাংলা নববর্ষ অর্থাৎ বৈশাখী উৎসব। বর্ষ বরণ ১৪২৬ এর এটাই প্রথম সূচনামূলক অনুষ্ঠান। সংস্থার বাঙালী ও অবাঙালী মহিলারা নববর্ষের শাড়ি পড়ে আগত অতিথিদের আমন্ত্রণ জানান।

বাংলাদেশী ক্লিনিকের অফিসার কানিজ এর প্রচেষ্টায় বর্ষবরণ উদযাপিত হয়েছে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা, ভয়েজ অব আমেরিকা ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি আবু নাসের রাজিব, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, বাফলার প্রাক্তন প্রেসিডেন্ট ডা: আবুল হাসেম ও মেজর (অব.) হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতি আয়োজন। পরিচালনায় কানিজ। নৃত্য, কবিতা আবৃত্তি সহ সঙ্গীতানুষ্ঠান সবাইকে মুগ্ধ করে। আবৃত্তি করেন- কাজী মশহুরুল হুদা, ও মনোয়ার হোসেন। সঙ্গীত পরিবেশন করেন, কাবেরী রহমান ও মাহতাব আজমী। নৃত্যে ত্রিটিনা সাহা ও অন্যান্য শিল্পীবৃন্দ।

আপ্যায়ণ পর্বে ছিল মজাদার পিঠা ও বিভিন্ন ধরণের ভেজিটেবল রোল। উপস্থিত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সমগ্র অনুষ্ঠান উপোভেগ করেন বাংলা বর্ষকে বরণের মধ্যে দিয়ে।

উল্লেখ্য, কেয়ার কমিউনিটি ক্লিনিক সকল কমিউনিটির মানুষের আধুনিক ও উচ্চ মানের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে। এমনকি কম খরচে এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যেই এই সেবা প্রদান করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদা জিয়াকে জামিন পাওয়ার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে : আমির খসরু
Next post প্যারিসে আগুনে পুড়ল ৮৫০ বছরের পুরোনো গির্জা
Close