Read Time:3 Minute, 3 Second

লস অ্যাঞ্জেলেসের বাংলার বিজয় বহরে নতুন নেত্রীত্ব। তারেক বাবু চেয়ারম্যান,সোহেল রহমান বাদল কনভেনর,শহিদ আহম্মেদ মিঠু সাংস্কৃতিক সম্পাদক।বাংলার বিজয় বহরের রুপায়ক ডা: মোহাম্মদ সিরাজ উল্লাহ গত ৫ই এপ্রিল ২০১৯ আর্টিশিয়া একটি রেস্টুরেন্টে বিগত দিনে বাংলার বিজয় বহর একনায়কতন্ত্রের স্বৈরাচারী,স্বেচ্ছাচারী ব্যবস্থাকে ভেঙে গণতান্ত্রিক নেতৃত্বে পরিচালনার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু হাতে বাংলার বিজয় বহরের দলিল আনুষ্ঠনিক ভাবে হস্তান্তর করলে,সৈয়দ এম হোসেন বাবু বিজয় বহরের প্রতিষ্ঠিত সদস্য তারেক বাবুর নাম চেয়ারম্যান পদে প্রস্তাব করেন সর্ব সম্মতিক্রম গৃহিত হয়।পরে নব নির্বাচিত চেয়ারম্যান তারেক বাবু ২০১৯ এর বিজয় বহরে সোহেল রহমান বাদলের নাম কনভেনর পদে প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রম গৃহিত হয়।এবং নব নির্বাচিত কনভেনর শহিদ আহম্মেদ মিঠুকে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রম গৃহিত হয়। সোহেল রহমান বাদল বলেন লস এঞ্জেলেসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে প্রতিবারের মত এবছরও অত্যন্ত বর্নাঢ্যভাবে উদযাপনের জন্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তাঁর মধ্যে রয়েছে দুই পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর হবে বর্নাঢ্য মটর শোভাযাত্রা। বর্নীল সাজে সজ্জিত হয়ে দেশাত্মবোধক গানের সাথে শতাধিক গাড়ির বহর প্রদক্ষিণ করবে লিটল বাংলাদেশকে।বাংলাদেশ থেকে খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের সাথে স্থানীয় পর্যায়ের শিল্পীদের নানারকম পরিবেশনায় সাজানো হয়েছে এই পর্ব। নতুন প্রজন্মের অংশগ্রহণেও থাকছে একটা পর্ব। এছাড়া এবছর মেধাবী ছাত্রদের অনুপ্রেরণামূলক সহযোগিতার ব্যাবস্থা থাকছে।সেই সাথে থাকবে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের দুদিন দিনব্যাপী বিজনেস এক্সপো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গণতন্ত্রের মানদন্ড দুদেশে দুরকম হতে পারে না : আমির খসরু
Next post অবশেষে ভেঙ্গে গেল বাংলার বিজয় বহর
Close