Read Time:2 Minute, 57 Second

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে লস এঞ্জেলেসের ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ এক আনন্দ উৎসবের আয়োজন করে। লস এঞ্জেলেস বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা গান কবিতা ও নৃত্য পরিবেশন করে। এ ছাড়াও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করে সুস্ময় ইসলাম। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ফিরোজ আলমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাহারীন মীর, গীতা পাঠ করেন সানজিতা পাল। দেশাত্মবোধক গান পরিবেশন করেন সানরিতা, রিমপি গূনগূন, ওয়ালিফ ওয়াফি সাবিন ও সানজিতা পাল। নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী তানিশা আলি ও সানরিতা রিমপি গূনগূন। কবিতা আবৃত্তি করেন তাবাসসুম জামান শর্মী, রাইদা সারোয়ার, নামিরা হক ও প্রভাতি দেবী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, সহ-সভাপতি নাজমুল চৌধুরী, বাফলা সভাপতি নজরুল আলম ও স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল। প্রধান অতিথি ছিলেন কনসুলেট জেনারেল বাবু প্রিয়তোষ সাহা। প্রধান অতিথি আগামিতে শিশু কিশোর মেলার সদস্যদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠান শেষে দুপুরের সুস্বাদু বাংলাদেশী খাবার ও পিজা পরিবেশন করা হয়। এছাড়াও আয়োজকরা অংশগ্রহনকারী শিশুদের স্টারবাক্স কফির গিফট কার্ড প্রদান করে। সার্বিক সহযোগিতায় ছিলেন সিটি আওয়ামী লীগ সভাপতি মাহতাবউদ্দিন টিপু, স্বপন জামান, শিশু কিশোর মেলার পরিচালক সালমা আলম, কানিজ ফাতেমা, জাহাঙ্গীর আলম ও ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হলিউড সিনেমায় বঙ্গবন্ধু
Next post লস এঞ্জেলেসে অরেঞ্জ কাউন্টির বসন্তে স্বাধীনতা উৎসব উদযাপন
Close