Read Time:1 Minute, 48 Second

রাশিয়া সবচেয়ে পশ্চিমে অবস্থিত ছিটমহল কালিনিগ্রাদে আরো এক রেজিমেন্ট অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এটি জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মোতায়েনের আগে দক্ষিণাঞ্চলীয় আসত্রাখান এলাকার কাপুসতিন পরীক্ষা ক্ষেত্রে এস-৪০০`এর সফল পরীক্ষা চালানো হয়েছে। রুশ ব্যাল্টিক বহরের কাছে এসব ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে।

ব্যাল্টিক বহরের সদর দফতর কালিনিগ্রাদে অবস্থিত। পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝামাঝি অবস্থিত অঞ্চলটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চল নিয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার টানাপড়েন রয়েছে।

এস-৪০০কে নির্মাণ করেছে রাশিয়ার আলমাজ-অ্যানেতি অস্ত্র কারখানা। অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা দিয়ে প্রায় ৩০ কিলোমিটার উঁচু দিয়ে উড়ে আসা লক্ষ্যবস্তুকে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূর থেকে ধ্বংস করা সম্ভব।

২০০৭ সালে এ ব্যবস্থার গণ-উৎপাদন শুরু করেছে রাশিয়া এবং একই বছর এস-৪০০ প্রথম ব্যাচকে মস্কোয় মোতায়েন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইমরানের ওপর যে কারণে ক্ষুদ্ধ হলেন আফগান প্রেসিডেন্ট
Next post গুলি খেয়েও মুসল্লিদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন যে বৃদ্ধ
Close