Read Time:3 Minute, 50 Second

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়া হলে ৭ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষ’ শীর্ষক এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম শওকত আলী, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরুজ,  মাহাবুব খান শামীম, গাজী মোহাম্মদ, অস্ট্রিয়া যুব লীগের সভাপতি ইয়াসিম মিয়া বাবু প্রমুখ।

সভায় প্রধান অতিথি এম নজরুল ইসলাম বলেন, ‘৭ মার্চ আগুনঝরা দিন। ১৯৭১ সালের এইদিন জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দয়নে ইতিহাসের অনন্য ভাষণটি দেন। মাত্র উনিশ মিনিটের ওই ভাষণে তিনি গোটা বাঙালি জাতির প্রাণের সমস্ত আকুতি ঢেলে দেন। তা ছিল অধিকার-বঞ্চিত বাঙালির শত শত বছরের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নের উচ্চারণে সমৃদ্ধ।’

তিনি আরও বলেন, ‘তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ এক অত্যুজ্জ্বল মাইলফলক। আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই রাজনীতির অমর কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, আমাদের জীবনে ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ ওই দিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।

বায়েজিদ মীর বলেন, সে দিন ২৩ বছরের পাকিস্তানিদের অত্যাচার-নিপীড়ন আর সীমাহীন বঞ্চনা থেকে মুক্তির জয়বার্তাই কেবল বঙ্গবন্ধু ঘোষণা করেননি, বাঙালির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখাও রয়েছে তার ওই ভাষণে।

সাইফুল ইসলাম কবির বলেন, ২৩ বছরের পাকিস্তানি শোষণ-নিপীড়ন-নিষ্পেণের জিঞ্জির ভাঙতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ উজ্জীবিত করেছিল বাঙালি জাতিকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভারতের যুদ্ধবিমান ভূপাতিতকারী সেই ২ পাইলটের পরিচয় প্রকাশ করল পাকিস্তান
Next post নিউইয়র্কে বঙ্গবন্ধু ভবন চাই
Close