Read Time:2 Minute, 27 Second

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২১ শে ফেব্রুয়ারির প্রথম পহরে ভ্যালীবাসীদের উদ্যোগে বারটা এক মিনিটে পুষ্পার্ঘ অর্পণের আয়োজন করেছে স্পাইস প্লাসগ্রোসারী
বারব্যাংকের পার্টি লটে।
উল্লেখ্য, বৃহত্তর লস এঞ্জেলেসে প্রতিবারের মত এবার একুশের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই প্রথম লস এঞ্জেলেসে একুশ উদযাপিত হচ্ছে না। আয়োজকবৃন্দরা জানান, প্রতিবছর একুশ উদযাপনে নিয়ে বিভক্তি ও বিভাজন সৃষ্টি হচ্ছে। এ কারণে উৎসাহ হারিয়ে ফেলেছে সবাই। ফলে অন্য কেউই উদ্যোগ নিয়ে উদযাপন করতে ব্যার্থ হয়েছে। অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় হিসেবে কমিউনিটির মানুষ মনে করেন। অথচ যে সকল ব্যাক্তিবর্গ বিভাজন সৃষ্টি করে আসছিল তারাও নিজ উদ্যোগে আয়োজন করতে না পারার জন্য তাদেরকে তিরস্কার জানায় কমিউনিটির সাধারণ মানুষজন।
এখানে উল্লেখ্য যে, কন্সুলেট জেনারেল অফিস সরকারী ভাবে একুশ উদযাপন করছে এবং প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণের ব্যবস্থা করেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি বালা সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করার ঘোষণা দিয়েছে।

লিটল বাংলাদেশে একুশ উদযাপন:

প্রিয় লসএঞ্জেলেস বাংলাদেশী কমিউনিটি,
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লিটল বাংলাদেশ কমিউনিটি মুক্তি চত্বরে ( 3rd st and alexgendria av )
লিটল বাংলাদেশ কমিউনিটি
অস্থায়ী শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে ১২:০১ মিনিটে পুষপার্ঘ অর্পণের আয়োজন করেছে। কমিউনিটির সকল সংগঠন ও ব্যক্তিবর্গদের উক্ত সময়ে উপস্হিত হওয়ার আহবান জানিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে বাংলাদেশী হিন্দু কমিউনিটির উদ্যোগে মন্দির নির্মাণে কনসার্ট
Next post কেন্দ্রীয় বিশেষ সম্পাদক রিপনের মুক্তির দাবী ক্যালিফোর্নিয়া বিএনপি’র
Close