Read Time:3 Minute, 13 Second

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা)’র এক সিদ্ধান্ত ও কর্মসূচী হাতে নিয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ সম্মান ও মর্যাদায় পালন করা হবে।

জেনারেল সেক্রেটারি তারেক বাবুর সঞ্চালনায় প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু সভায় বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়েছে তাই এবার আমরা আন্তর্জাতিক অর্থাৎ মেক্সিকো, ভারত, এলসালভাদর, শ্রীলঙ্কা সহ উৎযাপন করবো।

ভাষা সৈনিক ডা : মোহাম্মদ সিরাজউল্লাহ বলেন, ইউনেস্কোর ১৯৯৯ সালের ১৭ নভেম্বরের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের জমা দেয়া এবং অন্যান্য ২৮টি দেশের সমর্থনে জমা দেওয়া খসড়া প্রস্তাবটি গ্রহণ করে, এর চেয়ে বড় গৌরবোজ্জ্বল আর কি হতে পারে। ২১শে ফেব্রুয়ারী এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শোক নয় এটি আমাদের আনন্দের দিন।

কমিউনিটি লিডার মো: সামসুদ্দিন মানিক বলেন, মাতৃভাষা বিশেষ কোনো ব্যক্তি-মানুষের যেমন অন্যতম পরিচয়-উৎস, তেমনি তা একটি জাতিসত্তার অস্তিত্বেরও শ্রেষ্ঠ স্মারক।

সেক্রেটারি তারেক বাবু উপস্থিত সকলের কাছে বালা’র আগামী ২০/২০ ভিশন তুলে ধরে বলেন, প্রবাসে বালাই সবচেয়ে পুরাতন সংঠন যার জন্ম বাংলাদেশ স্বাধীনতা মাত্র এগার দিন পরে ১৯৭১’র ২৭শে ডিসেম্বর। তাই আমাদের দেশে প্রতি দায়িত্বটা অন্য সকল সংঠনগুলোর চেয়ে একটু বড়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আরও বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট নাহিদ সিমিম, সাংস্কৃতিক সম্পাদক ওস্তাদ কাজী হাসিব, গ্রীষ্ম মেলা কর্নধার রফিকুল হক রাজু, অর্থ সচিব পলাশ আহম্মেদ, কমিউনিটি লিডার সোহেল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শ্বশুর-শাশুড়িকে নির্যাতন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেফতার
Next post দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশিকে হত্যা
Close