Read Time:2 Minute, 12 Second

কম্বোডিয়া টাউন বা লিটল কম্বোডিয়া অফিসিয়ালী এক মাইল লম্বা বিজিনেজ করিডোর অবস্থিত লংবীজ শহরের পূর্বদিকে। এনাহেম স্ট্রীটের উপর আটলান্টিক এবং জনিপেরো এভিন্যুর মধ্যে সীমাবদ্ধ। এই এলাকায় কম্বোডিয়া-আমেরিকানদের রেস্টুরেন্ট, দ্রব্যাদি, জুয়েলারী স্টোর ও চার্চ রয়েছে। এছাড়া কম্বোডিয়ান মালিকানাধীন অন্যান্য ব্যাবসারও রিয়েল স্টেস্ট রয়েছে। কম্বোডিয়া টাউন আমেরিকায় কম্বোডিয়ার ক্যাপিটল হিসেবে পরিচিত। ২০,০০০ কম্বোডিয়ানদের বসবাস এই এলাকায় (যা শহরের জনসংখ্যার ৪% মাত্র)। আমেরিকায় কম্বোডিয়ানরা রেফিউজি হিসেবে ১৯৭৫ ও ১৯৭৯ সনে ডেমোক্রেটিক ক্যামপুচিয়া থেকে আসে এবং ১৯৭৮ সালে ভিয়েতনাম কতৃক আক্রমনের সময় এই এলাকায় এসে বসতি গড়ে তোলে। লংবীচ সিটি প্রতিবছর কম্বোডিয়ান নিউ ইয়ার্স পালন করে। ২০০১ সালে কম্বোডিয়ান কমিউনিটি একটিভিস্ট লংবীচ সিটি কাউন্সেলের মাধ্যমে অফিসিয়ালী এনাহেম স্ট্রীষ্টে করিডোরকে কম্বোডিয়ান টাউন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করে। কমিউনিটির অনেকেই আশংকা করে যে, এ ধরণের স্বীকৃতি কম্বোডিয়ান এবং ল্যাটিনোদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করতে পারে। সিটি কাউন্সিল বিগত ২৫ অক্টবর ২০০৬ সালে কমিউনিটির কাছ থেকে পক্ষে বিপক্ষের মতামতের জন্য ৯০ দিনের রিভিউ পিরিয়ডদেয় এবং ৩ জুলাই ২০০৭ সালে সিটি কাউন্সেলের (৮১) ভোটে অফিসিয়াল অনুমোদন পায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লিটল বাংলাদেশের মত ভিন্ন জাতির ইতিহাস (এল সালভাদর কড়িডোর)
Next post প্রধানমন্ত্রীর চা চক্রে রাজনীতিবিদদের মিলনমেলা
Close