Read Time:5 Minute, 11 Second

লস এঞ্জেলেসে ইকোপার্কের উত্তর পশ্চিম অংশকে রেজুলেশনের মাধ্যমে ২০০২ সালের ২ আগষ্ট তৎকালিন কাউন্সিলম্যান এরিক গাসের্টির প্রস্তাবে সৃষ্টি হয় হিসটোরিক ফিলিপিনো টাউন, যার সীমারেখা পশ্চিমে হুবার স্ট্রীট, পূর্ব দিকে গ্লানাকেল বুলেবার্ড। উত্তরে ১০১ ফ্রিওয়ে এবং দক্ষিণ দিকে বেভারলি বুলেবার্ড। তবে টেম্পল স্ট্রীষ্ট থিসটোরিক ফিলিপিনো টাউনের কেন্দ্র বিন্দু। হিসটোরিক ফিলিপিনো লস এঞ্জেলেসের ১৩ ডিস্ট্রিক।

উল্লেখ্য যে, ‘লিটল বাংলাদেশ’ও ১৩ ডিস্ট্রেকের মধ্যে পড়ে। মজার বিষয় হল, লিটল বাংলাদেশ থার্ড স্ট্রীষ্ট এর উপর প্রতিষ্ঠিত। এই থার্ড স্ট্রীষ্টের নর্থ সাইড পড়েছে ডিষ্ট্রিক ১৩ এর মধ্যে এবং সাউথ সাইড পড়েছে ৪র্থ ডিস্ট্রিকে। যখন কোরিয়ান কমিউনিটি বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দদেরকে জানিয়ে দিল লিটল বাংলাদেশ পিটিশন সিটি হল থেকে প্রত্যাহার না করা পর্যন্ত কোন আলোচনায় বসবেনা। তখন বাংলাদেশ কমিউনিটির ‘লিটল বাংলাদেশ’ কমিটি হিসটোরিক ফিলিপিনো টাউনের নেবারহুড কাউন্সিলের অধিবেশনে এজেন্ডার ‘লিটল বাংলাদেশ’ পয়েন্ট সংযোগ করে এবং ড.রাহি প্রতিনিধিত্ব করে। অধিবেশনে লিটল বাংলাদেশকে তুলে ধরে এবং নেবারহুড কাউন্সেলকে সমর্থন করার জন্য আহ্বান জানায়। তারা লিটল বাংলাদেশ সম্পর্কে সমর্থন জানিয়ে ৪র্থ ডিস্ট্রিকের কাউন্সিল ম্যান টম ল্যাম্বাঞ্জ এর কাছে চিঠি পাঠালে, কাউন্সিল ম্যান কোরিয়ান কমিউনিটির ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিদেরকে তার অফিসে আহ্বান জানিয়ে দুই পক্ষকে এক অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরামর্শ প্রদান করার পর থেকে শুরু হয় সমঝোতার আলোচান। এ ক্ষেত্রে হিসটোরিক ফিলিপিনো টাউনের নেভারহুড কাউন্সিলের সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ কমিউনিটি কৃতজ্ঞ। ক্যালিফোর্নিয়ায় এশিয়ান আমেরিকান হিসেবে ফিলিপিনো আমেরিকান বৃহত্তর জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। কারণ এই ফিলিপিনো কমিউনিটির মানুষ আমেরিকায় ১৭৬৩ সাল থেকে আগমন। লস এঞ্জেলেস ডাউন টাউনের সে অংশ এখন লিটল টোকিও বলে পরিচিত, তা অতীতে লিটল ম্যানিলা বলে পরিচিত ছিল। কারণ, ১৯২০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত ফিলিপিনো ইমিগ্রেন্ট এসে বসতি শুরু করেছিল। পরবর্তীতে অন্যত্র চলে যায়। বর্তমানে ৬,০০,০০০ ফিলিপিনো সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বসবাস করে। ১০,০০০ বসবাস করে হিসটোরিক ফিলিপিনো টাউনে। আনুপাতিক ২৫% ফিলিপিনো বসবাস করে হিসটোরিক ফিলিপিনো টাউনো অন্যান্য ডিস্ট্রিকে চায়না টাউনে চায়নীজদের বসবার সমপরিমান অর্থাৎ ২৫%, কিন্তু কোরিয়া টাউনে কোরিয়ানদের বসবাস ১৫% এবং থাইটাউনে থাই কমিউনিটির বসবাস ৫% এরও কম।

২০১১ সালের ৩১ অক্টবর, অফিসিয়ালী জাতীয় সংরক্ষিত আমেরিকান ( pregerve America ) কমিউনিটি হিসেবে স্বীকৃতি পায়। ফিলিপিনো আমেরিকান নেটওয়ার্ক এণ্ড এডভোকেসী (PANA) এবং অন্যান্য কমিউনিটির সুপারিশে প্রিজারভ আমেরিকা কমিউনিটি হিসেবে প্রিজারভ আমেরিকা ইনসিয়েটিভ এর অনারারী চেয়ার ফান্টলেডি মিশেল ওবামার কাছ থেকে গ্রহণ করে। প্রতিবছর তিনটি বার্ষিকী উৎসব হয় হিসটোরিক ফিলিপিনো টাউন। একটি হিসটোরিক ফিলিপিনো টাউন ফেস্টিবল (আগষ্টের প্রথম শনিবার), ফিলিপাইন ইনডিপেন্ডেন্স ডে প্যারেড এণ্ড ফেস্টিবল (জুন মাসের প্রথম শনিবার) এবং বার্ষিক ক্রিসমাস ফেস্টিবল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেসে হতে যাচ্ছে উত্তর আমেরিকা কবিতা সম্মেলন
Next post লিটল বাংলাদেশের মত ভিন্ন জাতির ইতিহাস (লিটল টোকিও)
Close