Read Time:4 Minute, 42 Second

ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের উদাত্ত আহবান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা, বি এন পি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগরী বি এন পি’র সাবেক সদস্য সচিব, ঢাকা ১৩ আসনে ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের আহবানে গত ২৪শে জানুয়ারী সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া বি এন পি’র দুই অংশের নেতৃবৃন্দ স্থানীয় একটি রেস্টুরেন্টে এক বৈঠকে মিলিত হন। সভার সভাপতি বি এন পি নেতা আব্দুস সালাম তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সারাদেশের বি এন পি নেতা কর্মীদের উপর অবর্ননীয় নির্যাতন, হামলা-মামলা-গ্রেফতার, প্রতিদিন শত শত নেতাকর্মীর দলবেঁধে কোর্টে হাজিরা প্রভৃতি উঠে আসে তার বর্ণনায়। ভোট ডাকাতির নির্বাচনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তার আসনে ই ভি এম মেশিন ছিল ভোট প্রদানের জন্য। নির্বাচনী প্রচারণায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিবি পুলিশ তার নেতা-কর্মী-সমর্থকদের নজরদারী ও গ্রেফতার করে এক তরফা নির্বাচনের পরিকল্পনা করে আসছিল। তার পরও ভোটের দিন সকাল এগারোটা পর্যন্ত তিনি ভোট এগিয়ে ছিলেন। তখন সরকার ভোট গ্রহণ বন্ধ করে দেয়। ষড়যন্ত্র আর ভোট ডাকাতি করে বেশ কয়েক ঘন্টা পরে নির্বাচনের রেজাল্ট দেওয়া হলেও দেখা যায় এই আসনে মাত্র ৪২% ভোট পড়েছে। অথচ দেশের বহু আসনে ১০০% আবার অনেক আসনে ১১০% ভোট পড়ছে বলে নির্বাচন কমিশন সূত্র প্রকাশ। বি এন পি ভাঙার অপচেষ্টায় সরকারের বিভিন্ন ষড়যন্ত্র, যার ধারাবাহিকতায় মিথ্যা মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় জেলে প্রেরণ ও নির্বাচন থেকে দূরে রাখা তুলে ধরে তিনি বলেন, তবুও এই বিপদের দিনে বাংলাদেশে বি এন পি এক রয়েছে। অথচ সামান্য কারণে আপনারা কেন দুই ভাগে বিভক্ত হয়ে একই দল করবেন? আপনারা তো বাংলাদেশকে ভালোবেসে এই প্রবাসে দল করছেন। আপনারা বি এন পি কে ভালোবাসেন, জিয়া-খালেদা জিয়া-তারেক রহমানকে ভালোবাসেন। দেশ ও দলকে কিছু দেবার জন্য দল করছেন। তবে কেন একসাথে নয়? আজই এখানেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে একসাথে কাজ করার। আপনারা অতীতের কথা না টেনে, এখন থেকে সামনের দিনে একসাথে সংগঠন চালানোর উপায় ভেবে দেখেন। তিনি সংগঠন একীভূত করতে কয়েকটি ফর্মুলা তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দের সামনে। সকলের মতামত প্রদানের পর সংগঠন একীভূত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ পর্যায়ে বি এন পি নেতা আব্দুস সালাম এখন থেকে কোন গ্রূপের পক্ষের বিবৃতি ও সংবাদ প্রেরণে বিরত থাকতে বলেন। আগামী ২০শে ফেব্রুয়ারীর মধ্যে একটি ঐক্যবদ্ধ ক্যালিফোর্নিয়া বি এন পি কমিটি গঠনের দ্বায়িত্ব দেওয়া হয় নিয়াজ মুহাইমেন, এম ওয়াহিদ রহমান, আব্দুল বাসিত ও মোরশেদুল ইসলামকে। সেই নুতন কমিটির নেতৃত্বে আগামী ২১ শে ফেব্রুয়ারী পালনের সর্বস্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রবাস থেকে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে অবদান রাখতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ট্রাম্পের সহযোগী রজার স্টোন গ্রেফতার
Next post আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে বাফলা’র শোক প্রকাশ
Close