Read Time:1 Minute, 45 Second

ইতালিয়ান সরকারের বর্ণবাদী কালো আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরপিনাতারা বাংলা অধ্যুষিত এলাকায় বাংলাদেশ সমিতির আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশীসহ ইতালিয়ান নাগরিকসহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করে।

বাংলাদশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ ইমাম হাসান লিখনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, বাংলাদেশ সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সমাজ সেবক জুয়েল আহমেদ জুয়েল, মহিব হাসান, ব্যাংকার সমিতির সভপতি ওমর ফারুক, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ বিভিন্ন জেলা ও বিভাগ সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে এই সরকারের বর্ণবাদী আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। যদি সমস্যায় পরি কেউ রেহাই পাবো না। সবাই হয়রানির শিকার হবেন। সরকার কাউকে শান্তিতে থাকতে দিবে না। আর ঘরে বসে থাকার সময় নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভিয়েনায় আওয়ামী লীগের সমর্থনে আলোচনা সভা
Next post মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
Close