Read Time:2 Minute, 47 Second

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ‘যুক্তরাষ্ট্র ফার্স্ট’ বা ‘যুক্তরাষ্ট্রই প্রথম’ নীতি গ্রহণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে মারাত্মক ভুল করছেন ট্রাম্প।

জারিফ আরও বলেন, এই নীতির কারণে আন্তর্জাতিক চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসন যে অবজ্ঞা দেখাচ্ছে তা চূড়ান্তভাবে ওয়াশিংটনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ক্ষেপিয়ে তুলবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার লন্ডন থেকে প্রকাশিত আরবি দৈনিক ‘আল-আরাবি আল-জাদিদ’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আলাদা সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনার শিকার হন।

ম্যাকরনের সঙ্গে সাক্ষাতে ট্রাম্প তাচ্ছিল্যের সুরে বলেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না কলে আজ আপনাদের প্যারিসে বসে জার্মান ভাষা শিখতে হতো।

ট্রাম্পের আমেরিকাই প্রথম’ নীতির তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে আরো বলেন, আমেরিকা একটি শক্তিশালী সামরিক শক্তির দেশ। সে দেশের সামরিক বাজেট গোটা বিশ্বের বাকি সব দেশের মোট সামরিক বাজেটের সমান। কিন্তু এই শক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার আমেরিকার ধ্বংস ডেকে আনবে।

জারিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, তার দেশের এত বেশি শক্তি রয়েছে যে, আন্তর্জাতিক চুক্তি মেনে চলার কোন প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। কিন্তু ট্রাম্পের এই অতিরিক্ত আত্মবিশ্বাস চূড়ান্তভাবে আমেরিকার পতন ঘটাতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভাঙার সিদ্ধান্ত সুপ্রিমকোর্টে স্থগিত
Next post উত্তর কোরিয়ায় ১৩টি ক্ষেপণাস্ত্র পরিচালনা কেন্দ্রে সক্রিয়!
Close