Read Time:4 Minute, 34 Second

কাজী মশহুরুল হুদা :
সম্প্রতি লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে বিবাদমান ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা বিরাজ করছে। এখানে লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটির প্রশ্নে মূলধারার গুডউইল আছে। তারা আমাদের কমিউনিটি সম্পর্কে ভালো ধারণা পোষন করে। কারণ কমিউনিটিতে অপরাধের ছাড় নেই, কোন ক্রাইম নেই। অল্প আয়ের মানুষ বেশ ভদ্র। প্রতিবেশিদের সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক তাদের বৈশিষ্ট।

কমিউনিটির মানুষও চায় না তাদের সম্পর্কে কমিউনিটির কোন সদস্য গুডউইল নষ্ট করুক। বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রভাব এখানে ঘটানো যায় না।
ইদানিং বিদ্বেষ জনিত কারণে একটি দুর্ঘটনার আবির্ভাব হয়েছে। প্রত্যেকটি প্রতিক্রিয়ার পেছনে অবশ্যই কারণ আছে। অনেক ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়ার উপর ঘটনার বিচার বিশ্লেষণ করি। কারণ কে এড়িয়ে যায়। আবার কমিউনিটিতে কেউ কেউ আছেন যারা নিজের স্বার্থকে তরান্বিত করার জন্য ইস্যুর পেছনে দেশলাই দেন।

অনেকে সুরাহা করার জন্য পানি ঢালেন। আমি কোন পক্ষ নিয়ে লিখছি না। ঘটনার ব্যক্তিদের নাম উল্লেখ করবো না। যার কারণে সরাসরি বলতে পারছি না। পেচিয়ে লিখতে হচ্ছে। কমিউনিটির সকলেই পরিচিত বন্ধুবান্ধব। আমাদের কমিউনিটির রেপুটেশন অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদেরই। কোন দু:ঘটনা যদি ঘটে যায়, তা সব ক্ষেত্রেই যে হাতকড়া পরাতে হবে এমন নয়।
প্রবাসে আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করি। একে অপরের সম্পূরক হয়ে চলতে হয়, চলাও উচিত।
মনমালিন্য থাকতে পারে বা হবে। সবার মতবাদ এক নয়। হবে আইনের ক্ষেত্রে বেআইনী বঞ্চনীয় নয়। বিদেশ বিভূয়ে মাথা গরম করে চলাও ঠিক নয়। রাগ, জেদ, হিংসা, প্রতিহিংসা, সকল সময় অমঙ্গল টেনে আনে। রাগের মাথায় কোন কাজ করলেই দু:ঘটনার অবতারনা ঘটে। তেমনিই ঘটে ছিল। যদিও উভয় পক্ষই দুর্ঘটনার জন্য দায়ী।
আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে- মামলা মোকদ্দমাকে এড়িয়ে শালিশের মাধ্যমে ইস্যুর নিস্পত্তি ঘটানো। যাতে এ ধরণের ঘটনা কমিউনিটিতে না ঘটে এবং মামলার বিষয় জটিলতা থেকে দূরে থাকা।
এই কমিউনিটিতে যত মামলা-মোকদ্দমা হবে, কমিউনিটি তত দাগী হিসেবে চিহ্নিত হবে।
দুদিন আগে মারামারি জাতীয় দুর্ঘটনাকে কেন্দ্র করে কমিউনিটির একপক্ষীয় মিটিং হয় এবং মামলা মোকদ্দমার দেশলাই ব্যাবহার করার প্রস্তাব পেশ হয়। এক্ষেত্রে একপক্ষীয় কেনো? দুই পক্ষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে নিস্পত্তি করার উদ্যোগ কেনো নেওয়া হলো না?
আমরা চাই না কমিউনিটিতে যে কোন ধরণের দুর্ঘটনার অবতারনা ঘটুক। আবার এও চাই না কমিউনিটির ভাবমূর্তি মূলধারার কাছে নষ্ট হোক। যারা দুর্ঘটনা বিষয়ক ইস্যু নিয়ে হ্যান্ডেল করেছেন তাদের কাছে অনুরোধ, কমিউনিটির স্বার্থে বিবাদমান বিদ্বেষ জিইয়ে না রেখে, শালিশির মাধ্যমে নিস্পত্তি ঘটানো।
মামলা মোকদ্দমাই সর্ব ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং কমিউনিটির একে অপরের সাথে হিংসা প্রতিহিংসার বিষবাষ্প ঘনিভূত করা। আমাদের প্রত্যেকের সাথে সহনশীলতা গড়ে তোলার ও প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা একান্ত জরুরী।
শান্তি শান্তি শান্তি।।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন
Next post বাংলাদেশ আ.লীগ ক্যালিফোর্নিয়া শাখা’র জেল হত্যা দিবস পালন
Close