Read Time:2 Minute, 4 Second

বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাতালোনিয়া, স্পেন এর কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেছে আহবায়ক কমিটি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাতালোনিয়া গঠন করার লক্ষ্যে প্রায় চার মাস পূর্বে বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি সকল আঞ্চলিক সংগঠন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আওয়াল ইসলামকে প্রধান আহবায়ক করে গঠিত হয়।

আহবায়ক কমিটি খণ্ড খণ্ড মিটিং করে এবং বহু আলোচনা ও পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে আসে। এরপর গত ২১ অক্টোবর বার্সেলোনায় জরুরি সভা করে প্রধান উপদেষ্টা আওয়াল ইসলামের সভাপতিত্বে।

আবু তালেব আল মামুন লাবুর সঞ্চালনায় এ সময় আহবায়ক কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সংগঠনের প্রধান আহবায়ক আওয়াল ইসলাম মাজহারুল ইসলাম মিন্টুকে সভাপতি, মো. হিরা আলমকে সাধারণ সম্পাদক এবং হারুন রশীদকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরী পরিষদের ৮ সদস্যের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল আলম শফি, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিক খান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান (সহজ), এবং কোষাধ্যক্ষ সাব্বির আহমদ দুলাল।

এসময় উপস্থিত ছিলেন মুজিবুর রহমান তুতা, রফিক উদ্দিন, লালন মিয়া, এখলাস মিয়া, গিয়াস উদ্দিন, মো. ছালাহ উদ্দিন, জাফর আহমদ, কাজী আমির হোসেন আমু, কামরুল মোহাম্মদ,ফারুক আহমদসহ কমিউনিটি নেতৃবৃন্দ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কারো দয়ায় প্রধান বিচারপতি হইনি, নিজ গুণেই হয়েছিলাম: এস কে সিনহা
Next post জাতীয় নির্বাচন ইস্যুতে স্পেনে আওয়ামী লীগের আলোচনা সভা
Close