Read Time:1 Minute, 41 Second

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড এমনই একটি ঘটনা যার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। এ হত্যাকাণ্ডের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

জুবায়ের বলেন, সৌদি আরবের নেতারা বিষয়টি দেখবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে। এছাড়া, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে।

ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সৌদি পরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বৈঠকের পর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি জানান, তিনি আদেল আল-জুবায়েরকে বলেছেন যে, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জাকার্তা গভীরভাবে উদ্বিগ্ন।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে খাশোগিকে হত্যা করা হয়। শুরু থেকেই সৌদি সরকার হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে এলেও এখন তা স্বীকার করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মহাকাশে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধাস্ত্র ধ্বংস করতে সক্ষম চীন
Next post খাশোগির দেহের একটি টুকরো পড়েছিল কনস্যুলেটের ভেতরেই!
Close