Read Time:1 Minute, 44 Second

জাতিসংঘের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। প্রতি বছর ২৪ অক্টোবর পালিত হয় দিবসটি। জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি।
দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বাণীতে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর কল্যাণ কামনা করেছেন। জাতিসংঘ দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।

এ দিন বিভিন্ন খাতে অবদানের জন্য মনোনীতদের পুরস্কার দেবে জাতিসংঘ। এ বছর উদ্ভাবন ও সৃষ্টিশীলতা এবং জাতিসংঘের কর্মসূচি বাস্তবায়নে দক্ষতাসহ বিভিন্ন বিষয়ের ওপর পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ‘এসডিজি চ্যাম্পিয়ন’ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ইউএন ডে কনসার্ট।

দিবসটি পালন উপলক্ষে ঢাকায় বাংলাদেশ জাতিসংঘ সমিতি আজ বিকেল ৫টায় রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করেছে। ‘বৈষম্যহীন উন্নয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’ শীর্ষক এ আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আমাদের পুলিশ বাহিনী ও সামাজিক বাস্তবতা
Next post মহাকাশে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধাস্ত্র ধ্বংস করতে সক্ষম চীন
Close