Read Time:1 Minute, 49 Second

শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলাকে প্রমত্ত পদ্মার ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকালে বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে আমরা শরীয়তপুরবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সংগঠনের আহবায়ক মো. জসিম সিকদার বলেন, প্রশাসনের অদক্ষতার কারণে নড়িয়া আর জাজিরা দুটি উপজেলাই আজ ভাঙ্গনের ফলে নদীগর্ভে বিলীন হতে চলেছে। অথচ স্থানীয় সরকার, পানি উন্নয়ন বোর্ড কিংবা নদী প্রশাসন ভাঙ্গন রোধে কোন রকমের কার্যকরী পদক্ষেপ বা দীর্ঘস্থায়ী বাঁধ নিমার্ণ না করে দর্শকদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সরকার ইচ্ছে করলেই দূরদর্শী ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নদী শাসন ও খনন করে নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙ্গনের ভয়াবহতা থেকে পুরো এলাকাসহ অসহায় ও দুস্থ মানুষদের রক্ষা করতে পারে।

এসময় ভাঙ্গনের ভয়াবহতা উল্লেখ করে বক্তব্য রাখেন, ফারজানা ইসলাম, বাবুল ইসলাম, মকসুদুল হক, শহীদুল ইসলাম পরাগ, কাকঁন রহমান ও আব্দুল কাদের সহ আরো অনেকে। মানব বন্ধন শেষে বাংলাদেশ সরকারের বরাবর রাষ্ট্রদূতের কাছে স্মারক লিপি দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তানজানিয়ায় ফেরি দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়াল
Next post প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি আওয়ামী লীগের সাক্ষাৎ
Close