Read Time:3 Minute, 44 Second

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্ব্বাধিনায়ক ওসমানীর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে লস এঞ্জেলেসে গত ১৬ সেপ্টেম্বর রাত ০৯টায় স্থানীয় এক রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজন করে ওসমানী স্মৃতি সংসদ।

সভার সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এবং উপস্থাপনা করেন আবুল রায়হান।

অনুষ্ঠানে এনামুল হক এমরান ওসমানীর জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন- আসাদুজ্জামান বাচ্চু, ফয়জু সোবহান, আশরাফ মিলন।

এ সময় আশরাফ মিলন তার বক্তেব্যে বলেন, ওসমানী সম্পর্কে আমাদের নতুন প্রজন্মদেরকে জানাতে হবে।

সামসুদ্দিন মানিক বলেন, বাংলাদেশে একজন বঙ্গবীর আছেন, আর তিনি হলেন ওসমানী।

বদরুল আলম বলেন, ওসমানী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সর্ব্বাধিনায়ক ছিলেন। অথচ আজ তিনি অবহেলিত ও বঞ্চিত।

আনোয়ার হোসেন রানা তার বক্তব্যে বলেন, ওসমানী তার যথাযোগ্য মর্যাদা পাননি।

মিঠুন চৌধুরী বলেন, এত বড় ‍গুনীজনকে কমিউনিটির মাঝে স্বরণ করতে হবে বড় আকারে। আগামীতে যাতে আরও বড় করে আয়োজন করা হয় তার জন্য অনুরোধ করেন তিনি। একই সঙ্গে তিনি সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন।

ড. মাহাবুব খান তার বক্তব্যে উল্লেখ করেন যে, আমেরিকার কমান্ডার ইন চিফ ছিলেন জর্জ ওয়াশিংটন এবং তিনি কি ছিলেন আর তাকে এদেশের মানুষ কতটুকু সম্মান দেয় তা আমরা সবাই জাতি। অথচ  আমাদের কমান্ডার ইন চিফকে কিভাবে কতটুকু মর্যাদা দেওয়া হয় তাও জানি। এটা গভীর ভাবে অনুধাবন করতে হবে।

প্রবাস বাংলার সম্পাদক ও লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেস প্রেস ক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা সরকারের কাছে আবেদন করে তার বক্তব্যে বলেন, ওসমানীকে দল, মত নির্বিশেষে সরকারী ভাবে স্বীকৃতির মাধ্যমে তার জন্মদিবসে রাষ্ট্রিয় মর্যাদায় আয়োজন করতে হবে।

এ সময় এনামুল হক তার বক্তব্যে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ওসমানীর নাম থাকবে। এ নাম কেউ মুছে ফেলতে পারবে না।

নজরুল আলম দু:খ করে বলেন, গত ১ সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। অথচ দেশের কোথাও মর্যাদার সঙ্গে ওসমানীর জন্মদিবসটি পালিত হয়নি।

জসিম আশরাফি বলেন, ওসমানী ছিলেন আপোষহীন ব্যক্তিত্ব।

সভার শেষে সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান জানান, আমার সৌভাগ্য হয়েছিল ওসমানীর অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার। তিনি কেমন মানুষ ও ব্যক্তিত্বের অধিকারি ছিলেন তা আমি জানি।

সব শেষে তিনি সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্কে শেখ হাসিনার সফরের পক্ষে-বিপক্ষে তুমুল উত্তেজনা
Next post ট্রাম্প-কিমের মাঝে আটকা পড়েছেন যিনি
Close