Read Time:1 Minute, 48 Second

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মেকে হত্যার ষড়যন্ত্রের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত জুলাই মাসে লন্ডনের ওল্ড বেইলি আদালতে দোষী সাব্যস্ত হওয়া নাইমুর জাকারিয়া রহমানের বিরুদ্ধে শুক্রবার শাস্তি নির্ধারণ করা হয় বলে বার্তা সংস্থা এপির এক এক প্রতিবেদনে জানানো হয়।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একজন সক্রিয় কর্মী বলে পরিচিত ২১ বছর নাইমুর প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিসে বিস্ফোরণ ঘটিয়ে তেরেসা মেকে হত্যার করেছিলেন।

উত্তর লন্ডনে তার পরিবারের সঙ্গে বসবাস করতেন নাইমুর। গত বছরের ২৮ নভেম্বর গ্রেফতার করা হয় তাকে।

রায় ঘোষণার সময় আদালত নাইমুরকে ‘বিপদজ্জনক ব্যক্তি’ বলে উল্লেখ করেন। বিচারক চার্লস হ্যাডন-কেভ বলেন, ‘ সে একজন বিপদজ্জনক ব্যক্তি এবং যেকোনও সময় সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে’।

গত বছর গ্রেফতারের আগে গোয়েন্দা জালে জড়িয়ে পড়েছিলেন নাইমুর। ওই বছরের ২৮ নভেম্বর এক পুলিশ কর্মকর্তা নকল বিস্ফোরক ভরে একটি ব্যাগ ও একটি জ্যাকেট নাইমুরকে দেন। ওইসব জিনিস নিয়ে হামলার উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ সাব্বির
Next post প্রিন্সেস ডায়ানার জন্য করা বোরকার নকশা নিলামে
Close